গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ০৬:৩৮ পিএম
ছবি-ভোরের আকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নুরুন্নবী ভোলা (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। এর আগে ওইদিন ভোরে উপজেলার দরবস্ত ইউনিয়নের মারিয়া কুটিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুরুন্নবী ভোলা ওই এলাকার মৃত আবু তালেবের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা, নুরুন্নবী ভোলা এক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। তিনি দীর্ঘ দিন ধরে পালিয়ে ছিলেন। এরই একপর্যায়ে আজ শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচলনা করে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত নুরুন্নবী ভোলাকে আজ দুপুরে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভোরের আকাশ/জাআ