কামরুল হাসান রুবেল, সাভার (ঢাকা)
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ ০৪:৩৭ পিএম
আশুলিয়ায় ড্রেনে লেগুনা পড়ে ২ পোশাককর্মী নিহত
সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আশুলিয়ার এনভয় গার্মেন্টস লিমিটেডের সুপারভাইজার বদরুল আলম গাজী (৩৮) ও ইউনিমাস স্পোর্টসওয়্যার লিমিটেড কারখানার সিনিয়র অপারেটর হৃদয় মিয়া (৩৫)। এ ঘটনায় বাকি আহতরা হলেন বিলকিস (৩০), সুব্রত পাল(৩২) ও নূরুল ইসলাম (৫০)।
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর ৫ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করে। আহত ৩ জনের অবস্থা ভালো আছে। চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হবে।
স্থানীয়রা জানায়, বিকালের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। ৮-১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। বৃষ্টিতে সড়কে জমে থাকা পানি ও ড্রেনের পানি একাকার হয়ে যাওয়ায় ড্রেনের অবস্থান দেখা যাচ্ছিল না। তখনই লেগুনাটির চাকা ড্রেনে পড়লে উলটে যায়। লেগুনার যাত্রীরা ড্রেনের পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। ফায়ার সার্ভিস পৌছানোর আগেই স্থানীয়রা লেগুনা ও ড্রেনের পানি থেকে যাত্রীদের বের করে আনে। তবে কেউ কেউ বলছিলেন যে লেগুনার যাত্রী একটি বাচ্চা নিখোঁজ আছে। পরে পানিতে নেমে অভিযান চালায় ফায়ার সার্ভিস।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, আমরা শুনেছি ২ জন নিহত ও ৩ জন আহত। নিখোঁজের খবর কেউ সুনির্দিষ্ট করে বলতে পারেনি। তাও আমরা খুঁজে দেখেছি, ড্রেনের পানি যেখানে পড়ে সেখানকার স্লাব উঠিয়েও দেখা হয়েছে। এমন কিছু পাওয়া যায়নি।
আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত লেগুনাটি জব্দ করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া লেগুনার চালক ও হেলপারকে আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ