সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ০৩:৪১ পিএম
ছবি : ভোরের আকাশ
ঢাকার নিকটবর্তী সাভারে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি)।
সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫ টায় সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন ১৪ অক্টোবর প্রেসমিটিং এর মাধ্যমে বিষয়টা অবগত করেন। তিনি বলেন সাভারে বিগত ২৫ সেপ্টেম্বর ভাঙ্গা ব্রিজের আগে ময়লার স্তুপের সামনে থেকে ২৫ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সাভার মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। তারই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি অবলম্বন করে ১২ অক্টোবর বিকেলে ফুলবাড়িয়া বাস স্টেশন থেকে তাদের ৯ জন কে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো - মোঃ শহিদুল ইসলাম (৪২), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-মৃত সনেকা খাতুন, সাং-নবীন, থানা-চাটমহর, জেলা-পাবনা, এ/পি সাং-জালকুঁড়ি, থানা-সিদ্ধিরগঞ্জ, ২,মোঃ সুমন মিয়া (৬৫), পিতা-মৃত সৈয়দুর রহমান, মাতা-মৃত আমেনা বেগম, সাং-ধাতুয়া, থানা-শ্রীবর্দী, জেলা-শেরপুর, এ/পি সাং-আরিচপুর (কালামের বাড়ির ভাড়াটিয়া), থানা-টঙ্গী, জেলা-গাজীপুর, ৩,সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস (৪৮), পিতা-নুর ইসলাম, মাতা-মৃত সাফিয়া বেগম, সাং-গাবুয়া, থানা-মির্জাপুর, জেলা-পটুয়াখালী, ৪,আফজাল হোসেন ওরফে উজ্জল (৪২), পিতা-মৃত ময়নাল মিয়া, মাতা-মৃত হানিফা বেগম, সাং-করতল, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার, ৫,মামুন আহম্মেদ মিন্টু(৫২), পিতা-মোঃ হারুন শিকদার, মাতা-মৃত রাহেলা বেগম, সাং-ভাটপাড়া, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর, ৬, মেহেদী হাসান (২৭), পিতা-ইউনুস বিশ্বাস, মাতা-পারভীন, সাং-বাটাজোর, থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা, ৭, শামীম আহম্মেদ সবুজ (৩২), পিতা-মৃত মোশারফ হোসেন, মাতা-শাহিনা বেগম, সাং-গুরুগ্রাম, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা। ৮,মোঃ শাহাদাত (৬০), পিতা- হোসেন আলী, মাতা-মৃত জয়নব বেগম, সাং-দক্ষিন বড় মাচুয়া, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-বনশ্রী, থানা-খিলগাঁও, জেলা-ডিএমপি ঢাকা, ৯, মোঃ ফরহাদ হোসেন (৩৭), পিতা-মৃত নুরুর হক প্রধান, মাতা-রাশিদা, সাং-কানুন গো সাহেবের কান্দি (কানুনঘুর কান্দি ছুরির চর, ইউপি-উত্তর তারাবুনিয়া) , থানা- সখিপুর।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, তাদের কাছ থেকে ১ টি সাদা রংয়ের নোয়া গাড়ি, যার রেজিঃ নং- ০১ (এক) টি খেলনা পিস্তুল কভারসহ, ০৩ (তিন) টি RAB এর কটি, ০১ (এক) টি ওয়াকিটকি, ০১ (এক) টি হ্যান্ডকাপ, ০১ (এক) টি ইলেকট্রিক শক মেশিন, ৭০২ (দুই) টি কালো ফিল্ড ক্যাপ , ০১ (এক) টি ওয়েট মেশিন, ০৩ (তিন) টি পকেট রাউটার, ০২ (দুই) টি মোটা কালো কসটেপ, ০১ (টি) কাঠের লাঠি,১০(দশ) টি মোবাইল সিম,০১ (এক) টি সেনাবাহিনীর লগোযুক্ত প্রফেশনাল নোটবুক, ভুয়া নাম্বার প্লেট,ছোট ব্যাগসহ উদ্ধার করেন ডিবির একটি দলের। উপরোক্ত মামলার ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা স্বীকার করে। বাংলাদেশের বিভিন্ন থানায় তাদের নামেএকাধিক মামলা চলমান।
ভোরের আকাশ/মো.আ.