ছবি: ভোরের আকাশ
পিরোজপুরে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বাদ জোহর পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও জেলার সকল মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভুঁইয়া জনি, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল কবির, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির প্রমুখ।
পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে জেলার শহীদ ও আহতদের পরিবার এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের হোসেন।
জেলা প্রশাসক মো.আশরাফুল আলম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের আত্মত্যাগের বিনিময় আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। আমরা তাদের এবং তাদের পরিবারের সম্মান সমুন্নত রাখার জন্য সব সময় চেষ্টা করে যাব।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
বগুড়ায় বিয়েকে কেন্দ্র করে বৃদ্ধাসহ একই পরিবারের দুই সদস্যকে গলা কেটে খুনের ঘটনায় অভিযুক্ত সৈকত হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকার পাসপোর্ট অফিসের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। তিনি জানান, গ্রেফতারের পর হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে প্রাথমিক জবানবন্দি দিয়েছেন সৈকত। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে একাই তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।এর আগে বুধবার (১৬ জুলাই) রাত সোয়া আটটার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় ওই দুই নারীকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠে। এ সময় ছুরিকাঘাতে আহত হয় একজন। নিহতরা হলেন- ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন ( ২১)।ভোরের আকাশ/এসএইচ
ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) পথসভা শুরু হয়েছে। মঞ্চে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। বিভিন্ন উপজেলা থেকে কর্মী সমর্থকরা সভাস্থলে এসে জড়ো হয়েছেন। তবে এখনো কেন্দ্রীয় নেতারা ফরিদপুরে এসে পৌঁছাননি। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় নেতাদের সভা মঞ্চে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টায় পথসভা শুরুর কথা ছিল। কিন্তু গতকাল গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনায় তা আড়াই ঘণ্টা পিছিয়ে দুপুর সাড়ে ১২টা করা হয়েছে।এদিকে, এনসিপির পথসভাকে ঘিরে সমাবেশস্থলে আসছে দলটির নেতাকর্মীরা। মঞ্চে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, মঞ্চে জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। সেখানে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। তাদের মধ্যে দুই-একজন উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দিচ্ছেন।ফরিদপুর এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক এস এম জাহিদ বলেন, সকাল ১০টার বদলে দুপুর ১টার দিকে শুরু হবে পথসভা। কেন্দ্রীয় নেতারা এখনো ফরিদপুরে এসে পৌঁছাননি। স্থানীয়রা এসেছেন, তারা বক্তব্য দিচ্ছেন।সভার সার্বিক নিরাপত্তার বিষয়ে নাগরিক কমিটির এ সদস্য বলেন, গোপালগঞ্জের মতো হামলা বা কোনো হাঙ্গামার আশঙ্কা করছি না। ফরিদপুরের মানুষ অত্যন্ত সুশৃঙ্খল ও ভদ্র। অবশ্যই শান্তিপূর্ণভাবে সভা সম্পন্ন করা সম্ভব হবে।ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. আসাদুজ্জামান গণমাধ্যমে বলেন, নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশ স্থল ও আশপাশে মোতায়েন করা হয়েছে চার শতাধিক পুলিশ সদস্য।এছাড়া সেনাবাহিনী, কোস্টগার্ড, আনসার ও র্যাবের সদস্যরা টহল দেবে। ফরিদপুরের পুলিশ প্রশাসনের জনবল দিয়েই এ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর জন্য বাড়তি কোনো জনবল অন্য জেলা থেকে আনা হয়নি। ভোরের আকাশ/এসএইচ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ও সবুজ পরিবেশ গড়ে তুলতে গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে কালীগঞ্জ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার সামনে থেকে শীতলক্ষ্যা নদীর পাড় পর্যন্ত শ্মশানঘাট এলাকা জুড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।ছবি : ভোরের আকাশ“পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই” স্লোগানকে সামনে রেখে এবং “সঠিক নিয়মে বৃক্ষ রোপণ, যত্ন ও পরিচর্যার মাধ্যমে হোক পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন” প্রতিপাদ্যে এই আয়োজন সম্পন্ন হয়। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মু. আতিকুর রহমান ভুঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।ছবি : ভোরের আকাশঅনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন প্রমুখ। পুরো কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান।অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, “পরিবেশ রক্ষায় গাছ লাগানো যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নিয়মিত পরিচর্যা। বৃক্ষ শুধু অক্সিজেন দেয় না, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলবায়ু সংকট মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”ছবি : ভোরের আকাশকর্মসূচিতে অংশ নেন সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় সাধারণ জনগণ। দিনব্যাপী আয়োজনে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা।আয়োজকরা জানান, ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে গ্রহণ করা হবে, যাতে পরিবেশ সচেতনতা ও কার্যকর ভূমিকা আরও প্রসারিত হয়।ভোরের আকাশ/এসএইচ
গোপালগঞ্জে কারফিউ অমান্য করায় ১৪ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাতে যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। আটকের পর তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বিষযটি নিশ্চিত করেছেন।এদিকে চলমান কারফিউয়ে জেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে। গতকাল বুধবার রাত থেকে সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বন্ধ ছিল ব্যবসাপ্রতিষ্ঠান। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত রাস্তা-ঘাট, হাট-বাজারে মানুষের আনাগোনা নেই বললেই চলে। ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জেলা কারাগারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে।উল্লেখ্য, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত, অন্তত নয়জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ ঘোষণা করা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ