নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ০৮:১৬ পিএম
ছবি: ভোরের আকাশ
পিরোজপুরের ইন্দুরকানীতে নাশকতার মামলায় মিজানুর রহমান ওরফে মিজান (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে পিরোজপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের আওয়ামী লীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ সাবেক সভাপতি এবং চন্ডিপুর ইউনিয়নের ৭ নম্বর ওর্য়ার্ডের ইউপি সদস্য ।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরণ আইনে একাধিক মামলা রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ভোরের আকাশ/জাআ