রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫ ০৭:১০ পিএম
রাণীনগরে চায়না দুয়ারী জাল জব্দ করে ভস্মিভূত
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে খাল ও বিল থেকে আড়াই লাখ টাকা দামের এক হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করে ভস্মিভূত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ।
পলাশ চন্দ্র দেবনাথ জানান, বর্তমানে দেশীয় প্রজাতি মাছের প্রজনন সময় চলছে। এরই মধ্যে উপজেলার রতন ডারা খাল এবং রক্তদহ বিলে কিছু অসাধু ব্যাক্তি নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল দিয়ে মাছ শিকার করছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রতন ডারা খাল এবং খাল সংলগ্ন রক্তদহ বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় আড়াই লাখ টাকা দামের এক হাজার মিটার রিং জাল জব্দ করা হয়। এর পর বিলের পার্শ্বেই আগুন দিয়ে ভস্মিভূত করা হয়েছে। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, রাণীনগর থানার এসআই খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।তিনি জানান,দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং বংশ বিস্তারে মৌসুম জুরেই এই অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এসআই