সিপন আহমেদ, মানিকগঞ্জ
প্রকাশ : ১৬ জুন ২০২৫ ০৬:০০ পিএম
ছবি-ভোরের আকাশ
মানিকগঞ্জে আড়াই লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার মানরা এলাকার মো. সাহেব আলীর ছেলে মো. আব্দুর রাজ্জাক (৩৩) ও উত্তর সেওতা এলাকার মৃত জবেদ আলীর ছেলে মো. তারা মিয়া (৫৫)।
রোববার (১৫ জুন) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের ওসি মো. মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আব্দুর রাজ্জাকের কাছ থেকে ১০ গ্রাম এবং তারা মিয়ার কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মোট ২৫ গ্রাম হেরোইনের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া দুজন পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ২০১৬ সাল থেকে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদক আইনে ৮টি এবং তারা মিয়ার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ