নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫ ০১:০৮ এএম
নেত্রকোনায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৮
নেত্রকোনার বারহাট্টা সড়কে সিএনজিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল মিয়া (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন যাত্রী।
সোমবার (১৯ মে) রাতের দিকে বারহাট্টা উপজেলার স্বল্প দশাল এলাকার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোফাজ্জল মিয়া বারহাট্টা উপজেলার মহাজন পাড়ার বাসিন্দা এবং জালাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারহাট্টা থেকে পাঁচজন যাত্রী নিয়ে আসছিলেন মোফাজ্জল, বিপরীত দিক থেকে নেত্রকোনা থেকে যাত্রী নিয়ে আসছিল আরেকটি সিএনজি। মাঝপথে দুই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোফাজ্জল মিয়া নিহত হন। আহত আটজনের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আইনি প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে।
ভোরের আকাশ//হ.র