নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫ ১০:৪২ এএম
পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে গেছে। এ ঘটনায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। তিনি একই এলাকার হযরত আলীর ছেলে। রোববার (১ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৮-৯ জন জেলে একটি নৌকায় করে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিল। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় হঠাৎ ঝড় শুরু হলে নৌকাটি উল্টে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও জহুরুল ইসলাম নিখোঁজ হন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, রাত পর্যন্ত নিখোঁজ জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে সকাল থেকে উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝড়ের কারণে নৌকাটি ডুবে গেছে।
ভোরের আকাশ/আজাসা