× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে অটোভ্যানের দাপটে বাড়ছে দুর্ঘটনা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ০৮:৪৭ পিএম

দিনাজপুরে অটোভ্যানের দাপটে বাড়ছে দুর্ঘটনা

দিনাজপুরে অটোভ্যানের দাপটে বাড়ছে দুর্ঘটনা

দিনাজপুরের ঘোড়াঘাটে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে দিন দিন ব্যাটারিচালিত অটোভ্যান এবং রিকশার দখলে চলে যাচ্ছে। নির্ধারিত স্ট্যান্ডের অভাবে উপজেলার আজাদমোড়, গুচ্ছগ্রাম, রানীগঞ্জ ও হরিপাড়া বাজারের মহাসড়কজুড়ে এসব যানবাহনের বিশৃঙ্খল চলাচল বাড়ছে। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, বাড়ছে দুর্ঘটনা ও সাধারণ মানুষের দুর্ভোগ।

সোমবার সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের দুই পাশেই ব্যাটারিচালিত যানবাহনের অবৈধ পার্কিং এবং এলোমেলোভাবে যাত্রী ওঠানামার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রানীগঞ্জ বাজার এলাকায় কোনো নিয়ম-কানুন ছাড়াই বেপরোয়া গতিতে প্রতিযোগিতা করছে এসব যানবাহন। অধিকাংশ চালক কম বয়সী ও অদক্ষ, যাদের নেই কোনো প্রশিক্ষণ বা লাইসেন্স। ফলে ট্রাফিক আইন অমান্য করেই চলছে যানবাহন, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম বলেন, আমি রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। বাইসাইকেলে কলেজে আসার পথে ইতোমধ্যে তিনবার অটোভ্যানের সঙ্গে দুর্ঘটনার শিকার হয়েছি। অভিভাবক সাইফুল ইসলাম জানান, মেয়েকে স্কুলে পৌঁছাতে এবং আনতে হয়, কারণ এসব ব্যাটারিচালিত যানবাহন বেপরোয়া ও বিপজ্জনক। বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় ব্যবসায়ী দেবাশীষ বিশ্বাস বলেন, রাস্তা দখল করে রাখা ব্যাটারিচালিত যানবাহনের কারণে এরই মধ্যে দু’বার আমার দোকানে দুর্ঘটনা ঘটেছে। পর্যাপ্ত জায়গা না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রলি দোকানে ঢুকে যায়।

অন্যদিকে, ব্যাটারিচালিত যানবাহন চালকরা দাবি করেন, তাদের নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়েই মহাসড়কে অবস্থান নিতে হচ্ছে। তারা দ্রুত স্ট্যান্ড নির্ধারণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এসব চালকরা মূলত নিয়ম-কানুন সম্পর্কে সচেতন নয় এবং কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই যান চালাচ্ছে। এর ফলে দুর্ঘটনা বাড়ছে। প্রশাসন বিষয়টি নিয়ে তৎপর রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে বিশেষ অভিযান পরিচালিত হবে।

সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 রাবিতে ভোট উৎসব আজ, ৩৫ বছরের অপেক্ষার অবসান

রাবিতে ভোট উৎসব আজ, ৩৫ বছরের অপেক্ষার অবসান

 ১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

 গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরায়েল: ট্রাম্প

গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরায়েল: ট্রাম্প

 চাকসুর ২৬ পদের মধ্যে ২৪টিতে বিজয়ী শিবির

চাকসুর ২৬ পদের মধ্যে ২৪টিতে বিজয়ী শিবির

সংশ্লিষ্ট

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

সরকারি হরগঙ্গা কলেজে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান

সরকারি হরগঙ্গা কলেজে শিবিরের ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান

টাঙ্গাইলে শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইলে শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত

টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত