অরুন কুমার সরকার, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ০১:০৩ পিএম
পূজা মন্দির পরিদর্শন করলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী পশ্চিম পাড়া চন্ডিভিটায় অবস্থিত শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে ১৭১টি প্রতিমা ঘুরে ঘুরে দেখলেন বাগেরহাট জেলায় প্রশাসক আহমেদ কামরুল হাসান।
বুধবার (১অক্টোবর) সন্ধ্যা ৭টায় দিকে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে প্রথমে ফুল ও বরণ কুলা দিয়ে বরণ করে নিয়া হয়। এরপর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
তারপর মন্দিরে প্রতিমা গুলো ঘুরে ঘুরে দেখেন।এ সময় মন্দির কমিটির উপদেষ্টা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ জেলা প্রশাসককে একে একে মা দুর্গা কাহিনী গুলো বর্নণা করেন।এরপর মতবিনিময় সভায় তিনি বলেন, এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হচ্ছে।”
মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মন্দির কমিটির উপদেষ্টা মংলা বন্দর পরিচালক ও যুগ্ম সচিব কালাচাঁদ সিংহ, তার ভাই খুলনা মেডিকেল কলেজে প্রফেসার ডাঃ জওহরলাল সিংহ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, জেলা প্রশাসক কার্যালয় ম্যাজিস্ট্রেট শাওন হাসান অনিক,চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাৎ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টে ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আহবায়ক জহরলাল সরকার সদস্য সচিব মানবেন্দ্র মজুমদার, মন্দির কমিটির সভাপতি দেবাশীষ বিশ্বাস সাধারণ সম্পাদক খোকন বালাসহ আরও অনেকে।
ভোরের আকাশ // হ.র