ছবি : ভোরের আকাশ
কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভ সংলগ্ন মাঠে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় স্মৃতিস্তম্ভের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এ সময় পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক মুকুল মিয়া, ৬ শহিদ পরিবারের সদস্যগণ, জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেয়া জুলাই যোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
পাঁচ দফা জানাজা নামাজ শেষে স্ত্রীর কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশ সংসদীয় আসনের টানা ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার।শনিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় শহরের ইসলামিয়া সরকারী কলেজ মাঠে পঞ্চম বারের মত জানাযা নামাজ শেষে মালসাপাড়া পৌর কবরস্থানে তাকে স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়।জানাযা নামাজে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র এ্যাড. মোকাদ্দেছ আলী, সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, ডা. আব্দুল লতিফ, আব্দুল কাদের সেখ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, সহ-সাধারণ সম্পাদক নূর কায়ম সবুজ, মুন্সী জাহিদ আলম, মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তাফা জামান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এসএম আনোয়ার হোসেন রাজেশ, সদস্য সচিব মিলন হক রঞ্জুসহ জেলা, থানা, পৌর বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উক্ত জানাযা নামাজে অংশ নেন।এর আগে মরহুমের প্রথম জানাযা নামাজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ সিরাজগঞ্জে আনা হয়। পরে শনিবার সকাল ১০টায় তাড়াশে দ্বিতীয় ও বেলা ১২টায় তার নিজ গ্রাম রায়গঞ্জ উপজেলার ধুবিলের আয়শা ফজলার হাই স্কুল মাঠে তৃতীয় ও দুপুর ২টায় রায়গঞ্জের ধানগড়া হাই স্কুল মাঠে চতুর্থবারের মত জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে।উল্লেখ্য, গত শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১ টায় সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ-তাড়াশ সংসদীয় আসনের টানা ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার ঢাকায় তার নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শোক জানিয়ে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।ভোরের আকাশ/এসএইচ
চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির গাড়িবহর কেরানিহাট স্টেশন অতিক্রম করে কেরানিহাট-বান্দরবান মহাসড়কে ডোকার সময় তারা এ স্লোগান দেন।জানা গেছে, কক্সবাজারের কর্মসূচি শেষ করে বান্দরবান যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট স্টেশনে নেমে একটি পথসভায় যোগ দেওয়ার কথা ছিল এনসিপির নেতা-কর্মীদের। কিন্তু কক্সবাজার জেলার সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করে চকরিয়ায় মিছিল ও এনসিপির সমাবেশের মঞ্চ ভাঙচুর করেন বিএনপির নেতা-কর্মীরা।এদিকে সন্ধ্যার দিকে কেরানিহাট স্টেশনে অবস্থান নেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এনসিপির গাড়িবহর বান্দরবান মহাসড়কে ডোকার সময় তারা ভুয়া ভুয়া স্লোগান দেন।এ সময় উপস্থিত নেতাকর্মী'রা বলেন, 'কেরানিহাট স্টেশনে এনসিপির নেতা-কর্মীরা একটি পথসভা করার কথা ছিল। কিন্তু কক্সবাজারে তারা বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় আমরা তাদের প্রতিহত করতে কেরানিহাটে অবস্থান নিয়েছিলাম। তাই তারা পথসভা না করে পুলিশি পাহারায় বান্দরবানে চলে গেছে।সাতকানিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. তহীদুল ইসলাম মাছুম বলেন, 'সাতকানিয়াতে এনসিপির পূর্ব ঘোষিত কোন প্রোগ্রাম ছিল না। সময় সুযোগ হলে এনসিপির নেতা-কর্মীদের কেরানিহাটে নামার কথা ছিল। কিন্তু চকরিয়াতে বিশৃঙ্খলা হওয়ায় তাদের দেরি হয়ে গেছে। আমরা নেতা-কর্মীদের রিসিভ করে বান্দরবানে নিয়ে এসেছি। সাতকানিয়া ও লোহাগাড়ায় কোনো সমস্যা হয়নি।'ভোরের আকাশ/এসএইচ
চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) জুলাই পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থল ও হোটেলকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রোববার (২০ জুলাই) বিকেলে বিপ্লব উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশস্থল ও এনসিপি নেতারা যে হোটেলে অবস্থান নেন, সেখানে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। চট্টগ্রামের পুলিশ কর্মকর্তারা জানান, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ এবং কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙে দেওয়ায় বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। পুলিশের একাধিক সূত্র জানায়, শনিবার বিকেলে ডগ স্কোয়াড দিয়ে পুরো মোটেল সৈকত তল্লাশি চালায় সিএমপির নগর পুলিশের একটি দল। যে তিনটি ফ্লোরে নেতারা ছিলেন, সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া আর কাউকে অবস্থান করতে দেওয়া হয়নি। সন্ধ্যা ৭টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী সেখানে তল্লাশি চালানো হয়।এসসিপি সূত্রে জানা গেছে, রোববার সকালে হোটেল থেকে রাঙ্গামাটিতে যাবেন এনসিপির নেতারা। সেখানে থেকে কাপ্তাই হয়ে পথসভা শেষ করে তাদের বিপ্লব উদ্যানে সমাবেশে আসার কথা রয়েছে।পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। যে হোটেলে তারা থাকবেন, সেখানে সুইপিং করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়ন থাকবে বাড়তি পুলিশ।ভোরের আকাশ/এসএইচ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কারে বিশ্বাস করে তবে কুসংস্কারে না। সংস্কারের নামে কুসংস্কার চলবে না।শনিবার (১৯ জুলাই) বিকালে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গয়েশ্বর চন্দ্র রায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে বলেন, আপনি কথা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয় বিএনপি আপনার পাশে থাকবে। পিআর (আনুপাতিক হারে) নির্বাচন পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশে ভালো হলেও আমাদের দেশে এটা কোনো সিস্টেম নয়। আমাদের সংস্কৃতিতে এ পদ্ধতি মানানসই নয়। পিআর হলো পেছনের রাস্তা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা।শিবপুর উপজেলা বিএনপির সভাপতিত আবুল হারিজ রিকাবদারের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন, মনোহরদী-বেলাবো আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার প্রমুখ।ভোরের আকাশ/এসএইচ