পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ০২:১১ পিএম
ছবি: ভোরের আকাশ
পিরোজপুরের নাজিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের স্বাধীনতা মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেছা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জহর বালা , উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মো. রুবেল শেখ, উপজেলা সমবায় অফিসার হোসনেয়ারা বেগম ,কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজুর রহমান, প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আল মুক্তাদির রাব্বি।
এছাড়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মঞ্জুর এলাহী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ফরাজি, বাংলাদেশহিন্দু বৌদ্ধ খ্রিস্টানঐক্য পরিষদের সভাপতি অনুক কুমার সিকদারসহ নাজিরপুর ফায়ার সার্ভিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন এজিও প্রতিনিধিরা।
ভোরের আকাশ/মো.আ.