শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি,এমন ভাবনাকে সামনে রেখে, মাদারীপুরের শিবচরে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এইচ এম ইবনে মিজান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদ হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ দত্ত, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক সমাজের নেতৃবৃন্দ।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষক সমাজ জাতি গঠনের কারিগর। তাদের নিষ্ঠা, প্রজ্ঞা ও আদর্শচর্চার মাধ্যমেই গড়ে ওঠে আলোকিত প্রজন্ম। শিক্ষকরা সমাজের পথপ্রদর্শক।অনুষ্ঠানে শিক্ষক সমাজের অবদান ও পেশাগত মর্যাদা তুলে ধরে বক্তারা বলেন,আধুনিক শিক্ষা ব্যবস্থায় সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমেই গড়ে তোলা সম্ভব দক্ষ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম।ভোরের আকাশ/মো.আ.
০৫ অক্টোবর ২০২৫ ০১:১৬ পিএম
বাগেরহাটে তথ্য অধিকার দিবস পালিত
বাগেরহাটে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ পালিত হয়েছে । রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের কার্য্যলয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন। বাগেরহাটের বেসরকারী উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের কার্য্যলয়ে রবিবার সকালে তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ মঈনুল ইসলাম।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম উন্নয়ন কর্মী শিল্পী আক্তার গোপীনাথ সাহা, নাদিরা আকরাম ও সংবাদ কর্মী আজাদুল হক প্রমুখ ।আলোচনা সভায় তথ্য অধিকার আইনের গুরুত্ব ও বাস্তবায়ন বিষয়ে কী-নোট পেপার উপস্থাপন করেন উদয়ন বাংলাদেশের অ্যাডভোকেসী অফিসার মেঘলা জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উদয়ন বাংলাদেশের নাগরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার সুশান্ত মল্লিক। মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় উদয়ন বাংলাদেশ ও উইক্যান এর বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানে প্রান্তিক অনগ্রসর জনগোষ্ঠী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন । আলোচনায় সভায় বক্তারা বলেন, বাংলাদেশে একটি মাত্র আইন তথ্য অধিকার আইন, যা জনগন সরকার ও রাষ্ট্রের উপর প্রয়োগ করতে পারে। এ আইনটি ২০০৯ সালে কার্যকর হয়। এ আইনটির কারনে দেশে সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং অনিয়ম ও দূর্নীতি হ্রাস পাবে। যার কাছে যত বেশী তথ্য থাকবে সে তত জ্ঞানী হবেন এবং শক্তিশালী হবে।ভোরের আকাশ/মো.আ.
২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫২ পিএম
কুড়িগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
‘জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে’ এই স্লোগানে কুড়িগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। জলাতঙ্ক নির্মূলে অগ্রগতি তুলে ধরতে এবং জলাতঙ্ক প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনাসভা ও জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন প্রদান অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূর নেওয়াজ আহমেদ, ভেটেরিনারি অফিসার ডা. মাহফুজুর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মো. আব্দুল আজিজ প্রধান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল ইসলাম ও খামারিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।এ সময় বক্তারা বলেন, জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে বরং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। কুকুর বা বিড়ালের কামড় ও আচড়ের মাধ্যমে এ রোগ হয়ে থাকে। তাই আতঙ্কিত না হয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।এ ছাড়া অনেক মানুষ আছে যারা এ বিষয়ে সচেতন না। তাই এর প্রতিরোধের জন্য রাস্তা ঘাটে যে কুকুরগুলো থাকে যেগুলোকে আমরা কমিউনিটি ডগ বলি এই কুকুরগুলোকে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায় থেকে জলাতঙ্কের ভ্যাকসিন দিতে হবে। এদেরকে একটি নিয়ম নীতির আওতায় আনতে পারলে শেয়ালের মাধ্যমে ছাড়ানো এই ভাইরাসের হারও কমে যাবে।আলোচনাসভা শেষে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণিকে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করা হয়। ভোরের আকাম/মো.আ.
২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৯ পিএম
মাগুরায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে।সোমবার (৮সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের ভায়নার মোড় ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। হাতে রঙিন ব্যানার-ফেস্টুন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে সাক্ষরতার গুরুত্ব বহুগুণে বেড়েছে। শুধু লেখাপড়া জানা নয়, প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন করাও এখন সাক্ষরতার অন্যতম প্রধান উপাদান। তাই নতুন প্রজন্মকে সময়োপযোগী শিক্ষা ও দক্ষতায় গড়ে তুলতে হবে।জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম বলেন, “ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রযুক্তি নির্ভর শিক্ষা অপরিহার্য। প্রত্যেককে সাক্ষরতার আওতায় আনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারেও দক্ষ করতে হবে। এ লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।”অনুষ্ঠানে শিক্ষকরা সাক্ষরতার হার বৃদ্ধিতে অভিভাবক ও সমাজের দায়িত্বের কথা তুলে ধরেন। শিক্ষার্থীরাও দিবস পালনে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, তারা প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে নিজেদের এগিয়ে নিতে চায়।অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/মো.আ.
০৮ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৬ পিএম
নওগাঁ মেডিকেল কলেজের ৭ম বর্ষ পালিত
এসো স্মৃতির প্রাঙ্গনে, মিলি প্রীতির বন্ধনে এ প্রতিপাদ্যে নওগাঁ মেডিকেল কলেজের ৭ম বর্ষ পালিত হয়েছে।বুধবার (২৭ আগস্ট) সকালে নওগাঁ মেডিকেল কলেজের আয়োজনে কলেজ চত্বরে শিক্ষাথীরা একক ও দলীয় নিত্য প্রদর্শন এবং ফেস্টুন উড়িয়ে ৭ম বর্ষের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।ছবি: ভোরের আকাশপরে সেখানে থেকে একটি বর্নাঢ্য রালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড়া: মো: মুক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের ভিসি অধ্যাপক ডা: মোহা: জাওয়াদুল হক।এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডীন ফ্যাকাল্টি অব মেডিসিন অধ্যাপক ডা: খন্দকার মো: ফায়সাল আলম, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা: জাহিদ নজরুল চৌধুরী, নওগাঁ পুলিশ সুপার মো: সামিউল সারোয়ার বিপিএম, সিভিল সার্জন ডাঃ মো: আমিনুল ইসলাম, নওগাঁ বিএমএ সভাপতি ডা: মো: ইসকেন্দার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/তা.কা
২৮ আগস্ট ২০২৫ ০১:৪৯ পিএম
চিতলমারীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত
বাগেরহাটের চিতলমারী উপজেলায় মহাসড়ক অবরোধ করে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।রবিবার (২৪ আগস্ট) ঢাকা-চিতলমারী মহাসড়ক অবরোধ করেন সর্বদলীয় নেতা-কর্মীরা। তাদের দাবী, জেলার চারটি সংসদীয় আসন পু রাখতে হবে। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।সর্বদলীয় নেতা-কর্মীরা তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য সকল সড়ক যোগাযোগ বন্ধ করে দেয়। তারা অবিরাম স্লোগান দিতে থাকে। এদিন উপজেলার সকল বাজারের দোকানপাট বন্ধ ছিল। এর আগে হরতাল ও অবরোধের আহ্বান জানিয়ে গতকাল শনিবার এলাকায় মাইকিং ও সর্বদলীয় বিক্ষোভ মিছিল হয়েছিল।রবিবার মহাসড়ক অবরোধকালে বক্তব্য রাখেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ মুনিরুজ্জামান, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপিত ডাক্তার কাজী আবুল কালাম প্রমুখ।বক্তারা বলেন, ‘বিগত দিনের মতোই বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল রাখার জোর দাবি জানাচ্ছি। এই দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।ভোরের আকাশ/জাআ
পিরোজপুরের ইন্দুরকানীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির সভাপতি এ্যাড. ননী গোপাল রায়ের সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ।উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি ইন্দুরকানী কেন্দ্রীয় পূজামণ্ডপ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।এ সময় ভক্তরা ভজনগান পরিবেশন করেন এবং ধর্মীয় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শোভাযাত্রায় উপজেলার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।এসময় আরও উপস্থিত ছিলেন— হাফিজুর রহমান তাং, সভাপতি ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপি;বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়, সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ইন্দুরকানী শাখা; বাবু অমল কৃষ্ণ সাহা, সভাপতি কেন্দ্রীয় হরিসভা মন্দির ইন্দুরকানী শাখা; রনজীৎ হাজরা, যুগ্ম সম্পাদক বাংলাদেশ পূজা পরিষদ; সুবিনয় হালদার, বাসুদেব রায়, সচিন মিস্ত্রী প্রমুখ।ভোরের আকাশ/মো.আ.
১৬ আগস্ট ২০২৫ ০১:৫৭ পিএম
পিরোজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতা পাঠ ও আলোচনা সভা
পিরোজপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহা আড়ম্বর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) শহরের আখড়াবাড়ী শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।সকালে ভক্তদের উপস্থিতিতে শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয়। এরপর ভক্তবৃন্দ গীতা পাঠে অংশগ্রহণ করেন। বেলা ১১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পিরোজপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতি উৎসবে ভিন্নমাত্রা যোগ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী দিলীপ কুমার মিস্ত্রী। পরিচালনা করেন সদস্য সচিব শ্রী নির্মল কুমার চট্টোপাধ্যায়।বক্তারা বলেন,শ্রীকৃষ্ণের জীবনদর্শন, ধর্মীয় মূল্যবোধ এবং গীতা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পিরোজপুরবাসীর আন্তরিক অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন হয়ে ওঠে এক স্মরণীয় আয়োজন।ভোরের আকাশ/মো.আ.