মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫ ০৮:৩৭ পিএম
মান্দায় নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠান
নওগাঁর মান্দায় নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের কলেজ মোড়ের পাশে মান্দা কারিগরি ও কৃষি কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য আলহাজ্ব তকিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রসাদপুর ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনায়েতপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক।
এসময় অত্র কলেজের সকল শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসআই