ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫ ০৯:২৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৭ দিন পর ধান ক্ষেতে শিশুর লাশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামে নিখোঁজের ৭দিন পর মো. আব্দুল্লাহ নামে ৪ বছরের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আব্দুল্লাহ ওই গ্রামের মো. আতিকুর রহমান ও হালিমা খাতুন দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ মে বিকেল থেকে শিশু আব্দুল্লাহ নিখোঁজ হন। তাঁর সন্ধান না পেয়ে পরদিন ২৪ মে কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন আব্দুল্লাহর মা হালিমা খাতুন।
শুক্রবার (৩০ মে) বিকেলে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি ধানক্ষেতে স্থানীয়রা অর্ধগলিত লাশ পরে থাকতে দেখে থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়, এটি নিখোঁজ শিশু আব্দুল্লাহর লাশ। রাতেই ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, 'প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যু হিসেবে গণ্য করে মামলা গ্রহণ করা হয়েছে। তবে বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।'
ভোরের আকাশ/জাআ