পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫ ০২:৪৬ এএম
পাবনায় তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে যুবক খুন
পাবনায় সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রনি হোসেন (২৪) নামের এক যুবক হত্যার ঘটনা ঘটেছে।
রোববার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ওই এলাকার চর কোশাখালি গ্রামের একটি সড়কে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে সোমবার (২৬ মে) সকাল ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এ যুবক। এঘটনায় অভিযুক্ত ইমনকে রাতেই ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।
নিহত যুবক বাংলাবাজার লঞ্চঘাট এলাকার চর কোশাখালি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রনি হোসেন (২৪)। তিনি পেশায় রাজমিস্ত্রির সহযোগী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চর কোশাখালী গ্রামের আবাসিক এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন ইমন। এসময় তাকে উদ্দেশ্য করে তুচ্ছ দু’একটি ব্যঙ্গাত্মক কথা বলে রনি। এ নিয়ে দুজন বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ইমন তার কাছে থাকা ছুরি দিয়ে রনিকে আঘাত করে। পরে রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরদিন সকালে তিনি মারা যান।
এব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুস সালাম বলেন, তুচ্ছ ঘটনায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা বাধে এবং পরে রনিকে ছুরিকাঘাত করে ইমন। তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং এর জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/এসআই