× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাহিরপুরে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করায় তিন বখাটেকে গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৫ মে ২০২৫ ০৬:৩৩ এএম

তাহিরপুরে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করায় তিন বখাটেকে গ্রেফতার

তাহিরপুরে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করায় তিন বখাটেকে গ্রেফতার

সুনামগঞ্জের তাহিরপুরে দুই মাদ্রাসা ছাত্রীকে উত্যক্তের ঘটনায় তিন বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতার উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বালিজুড়ি গ্রামের মহিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (২৭), একই গ্রামের আলমগীরের ছেলে মারুফ মিয়া (২১), জাহাঙ্গীর আলমের ছেলে তৌসিফ মিয়া (২২)।

রোববার (৪ মে) রাতে বালিজুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।  

এর আগে শনিবার সন্ধ্যায় উত্যক্তকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বালিজুরী হাজী এলাহিবক্স উচ্চ বিদ্যালয় ও বালিজুরী এইচ এ উলুম মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার বিকালে বালিজুরী এইচ এ উলুম সিনিয়র মাদ্রসার দুই ছাত্রী মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে ওই তিন  যুবক তাদের উত্যক্ত করে। এসময় ছাত্রীদের চাচা নজরুল ইসলাম উত্যক্তের প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে।  পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

বালিজুরি এইচ এ উলুম সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল হারিস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, ওই বখাটেরা দীর্ঘদিন ধরে ছাত্রীদের আসা যাওয়ার পথে উত্যক্ত করছিল।  বিষয়টি তাদের অভিভাবকদের জানালেও কোনো প্রতিকার হয়নি।

তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, মাদ্রাসার ছাত্রীর চাচা সাজিদ মিয়া তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে একটি মামলা দায়ের করেছেন।  এ মামলায় রাতে তিন বখাটে যুবককে গ্রেফতার করে পুলিশ।  পরে রোববার দুপুরে গ্রেফতারকৃতদের কোর্ট হাজতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড