স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ০৬:১১ পিএম
ছবি: ভোরের আকাশ
দিনাজপুর সদর-৩ আসনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী বেগম খালেদা জিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে ভোটের প্রচারণা চলছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপি প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।
তিনি তার বক্তব্যে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, দিনাজপুর সদর-৩ আসনের প্রার্থী দিনাজপুরের কন্যা, আমাদের গৌরব দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবারে প্রথম এই আসনে প্রার্থী হয়েছেন। আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী করতে দলমত নির্বিশেষে এই আসনে ধানের শীষ মার্কার গনজোয়ার সৃষ্টি করে সারা দেশের জনগনকে চমক দেখাতে চাই। আমরা এই আসনের গ্রামে-গঞ্জে প্রত্যেক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবো।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি তার বক্তব্যে বলেন, আজ আমরা দেশনেত্রী খালেদা জিয়ার জন্য ভোট চাইতে এসেছি। তিনি আগামীর বাংলাদেশকে সুরক্ষিত দেশ গড়ার স্বার্থে দিনাজপুরের সার্বিক উন্নয়নের জন্য দেশনেত্রী খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে জিতিয়ে আনার আহ্বান জানান।
জেলা সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন বিএনপির সভাপতি আমীর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজমুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মোকাররম হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দীক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, জেলা কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিব, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক সালমা বেগম, সদস্য সচিব সায়কা বেগমসহ জেলা ও সদর উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ