× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৬৭ জনের বিরুদ্ধে নতুন মামলা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২৫ ০১:২১ পিএম

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৬৭ জনের বিরুদ্ধে নতুন মামলা

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৬৭ জনের বিরুদ্ধে নতুন মামলা

চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) নগরীর খুলশী থানায় বাদী হয়ে এ মামলাটি করেন সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ।

মামলার বাদী ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও চট্টগ্রামের পাঁচলাইশ থানার আল আমিন হাউজিং সোসাইটির বর্তমান বাসিন্দা এবং সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের মো. বেলালের ছেলে।

এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট নগরীর ওয়াসা মোড়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডাররা হত্যার উদ্দেশ্যে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণ করে। এসময় ছররা গুলি মাথায়, পায়ে, মুখে ও চোখে লেগে আহত হন এমদাদ। চট্টগ্রাম ও ঢাকায় চিকিৎসা করার পরও তার ডান চোখে দৃষ্টি এখনো ফিরেনি।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য এম এ মোতালেব, নজিবুল বশর মাইজভাণ্ডারী, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী ও এবিএম ফজলে করিম চৌধুরী এবং তার ছেলে ফারাজ করিম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ও এম মনজুর আলম, সাবেক কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন, বিজয় কিষাণ চৌধুরী ও মোবারক আলী, জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি সুকুমার চৌধুরী, হামীম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এ কে আজাদ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান ও তার ছেলে আমির হোসেন সোহেল, ইকবাল হোসেন চৌধুরী ও আকতার পারভেজ চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুল আলম ও তার মেয়ে রাইসা মাহবুব এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, একুশে টেলিভিশন চট্টগ্রামের সাবেক আবাসিক সম্পাদক রফিকুল বাহার, দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মহিউদ্দিন এবং ডিবিসি টেলিভিশনের ব্যুরো প্রধান মাসুদুল হক।

মামলার বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৭ জুন মামলাটি হয়। এতে ১৬৭ জনকে আসামি করা হয়। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতের ঘটনায় চট্টগ্রামের বিভিন্ন থানায় এ পর্যন্ত ১৪৮টি মামলা হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

  • শেয়ার করুন-
 বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড