সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫ ০৯:৩৫ পিএম
সুনামগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়।
এতে সিনিয়র আইনজীবী শামসুর রহমানকে আহ্বায়ক ও আমিরুল হককে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-পাবলিক প্রসিকিউটর মল্লিক মইন উদ্দিন সোহেল, সিনিয়র আইনজীবী মাসুক আলম, তৈয়বুর রহমান বাবুল, মো. আব্দুল হক, শেরেনূর আলী, এমদাদ হোসেন রঞ্জু, ড. জিয়াউর রহিম শাহীন, সালেহ আহমদ, জহুরা বেগম, শাহীনুর রহমান শাহীন, মোশাহিদ আলী, কামাল হোসেন-২, মকসুদুল হক জোহা।
আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে কেন্দ্রীয় কমিটি নির্দেশনা প্রদান করেছে।
ভোরের আকাশ/জাআ