মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ০১:৩৯ এএম
ছবি-ভোরের আকাশ
নওগাঁর মান্দায় ২০০ পিস ট্যাপেন্ডলসহ জামাই শশুরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন গণেশপুর ইউনিয়নের মিরপুর এলাকার মৃত আব্দুল কাদের খানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ি আল মামুন বাবু (৪৬) ও তার জামাই গণেশপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মুক্তার হোসেন (৩০)।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যাবসায়ী বাবুর কাছ থেকে ৬০ পিস ও তার জামাই মুক্তার হোসেনের কাছ থেকে ১৪০পিস ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি আরো বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ২০১৯ সালের ২ সেপ্টেম্বর মান্দার কুখ্যাত মাদক ব্যবসায়ি আল মামুন বাবু (৪০) ও তার ভাই নয়নকে (৪২) গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করে স্থানীয়রা।
ভোরের আকাশ/আজাসা