সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ০৪:৩৬ পিএম
ছবি: ভোরের আকাশ
চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন কেঁওচিয়া ইউনিয়নের তেমহনী, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে আধার মানিক মাজার শরীফ বারান্দা থেকে এক অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) সকাল দিকে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে আধার মানিক শাহ্ (রহ.) মাজার এলাকায় ঘোরাফেরা করতেন এবং প্রায়ই মাজার চত্বরে রাতযাপন করতেন। এলাকাবাসীর দাবি, তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন।
খবর পেয়ে সাতকানিয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শুরু করেন।
ভোরের আকাশ/জাআ