কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ০৬:২৬ পিএম
ছবি: ভোরের আকাশ
২৪ এর জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উৎযাপন উপলক্ষে কুড়িগ্রামে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশগ্রহণ করে জুলাই যোদ্ধা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
শুক্রবার সকাল ৮ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথন উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
পরে প্রশাসক কার্যালয় থেকে একটি প্রতীকী ম্যারাথন র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম যুব উন্নয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রাম উপপরিচালক ম. শাহাদাত হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জামায়াতের জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মো. ইউনুছ আলী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
ভোরের আকাশ/জাআ