ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১২:৪৯ পিএম
হোসেনপুরের হারেঞ্জা বাজারে পশুর হাটে জমজমাট বেচাকেনা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়নের ঐতিহ্যবাহী হারেঞ্জা বাজারে কুরবানীর পশুর হাটে জমে উঠেছে জমজমাট বেচাকেনা।
স্থানীয় ও দেশজুড়ে নানা প্রান্ত থেকে আগত খামারি ও পশু বিক্রেতাদের পাশাপাশি স্থানীয় ক্রেতাদের ভিড়ে হাটে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
বুধবার (৪ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটজুড়ে চলছে গরু, ছাগল মহিষসহ বিভিন্ন কোরবানির পশুর বেচাকেনা।
জমজমাট বেচাকেনা।
সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, বড় আকৃতির ও মোটা-তাজা পশুর প্রতি ক্রেতাদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি। হাটে চোখে পড়ছে পছন্দমতো পশু খোঁজার ব্যস্ততা এবং দরদাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের আলোচনা।
জিনারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার খামারে ১০০টি'র মত গরু আছে। কয়েক মাস ধরে পরিচর্যা করা গরু ৪/৫টি হাটে তুলেছি। এখন পর্যন্ত ক্রেতাদের আগ্রহ দেখে আশাবাদী মনে হচ্ছে।
আরেক ক্রেতা বলেন, “পশুর মান ভালো। দামও তুলনামূলকভাবে সহনীয়। চেষ্টা করছি ঈদের আগে পছন্দমতো পশু কিনে নিতে।”
বাজারের সার্বিক পরিস্থিতি জানতে চাইলে বাজার ইজারাদার আবুল কাশেম বলেন, আলহামদুলিল্লাহ আজকে আমাদের গরুর হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি খুবই ভালো।
হাট ঘুরে দেখা গেছে, নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হাটের শৃঙ্খলা বজায় রাখছে। এছাড়া ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
বাজার পরিচালনা কমিটির প্রধান, স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, হাটে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই সাথে রয়েছে স্বাস্থ্যবিধি মানার আহ্বান।
তিনি আরও বলেন, সব মিলিয়ে ঈদুল আজহা সামনে রেখে আমাদের পশুর হাটে ক্রমেই জমে উঠছে বেচাকেনা।
ভোরের আকাশ/জাআ