কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৫ ১২:২১ এএম
কুড়িগ্রামে বিশ্ব রেড ক্রস-রেড ক্রিসেন্ট দিবস পালিত
"অন দা সাইড অফ হিউম্যানিটি" "মানবতার পাশে এক সাথে " এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সকলে কুড়িগ্রাম শহরের দাদা মোড়স্থ রেড ক্রিসেন্ট কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রেড ক্রিসেন্ট মিলনায়তনে এক আলোচনাসভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান। কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক নুরুল আমিন খাঁন, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিক নারায়ণ চন্দ্র, কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট এর ইউনিট লেভেল অফিসার এবিএম বায়েজিদসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষাথী, স্বেচ্ছাসেবকবৃন্দ।
ভোরের আকাশ/এসএইচ