পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ০৮:১১ পিএম
ছবি : ভোরের আকাশ
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনৈতিক নিষ্ক্রমণ ও রাষ্ট্র সংস্কারের দাবিতে গণঅধিকার পরিষদ (জিওপি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এক গণ পদযাত্রার আয়োজন করা হয়।
বুধবার (১৬ জুলাই) বিকেলে পুরাতন বাসস্ট্যান্ড থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পদযাত্রায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, শিল্প-বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সহ-সম্পাদক ইমরান খান রাছেল, সদস্য ইঞ্জিনিয়ার নিজামউদ্দীন, পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম মান্না, সহ-সভাপতি ইয়ার হোসেন রিপন ও ফোরকান হোসেন, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি ইমাম হোসেন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম রাসেল, এবং জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও ন্যায়ের পথে এগিয়ে যেতে হলে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করা ও একটি কার্যকর রাষ্ট্র সংস্কার আজ সময়ের দাবি। গণঅধিকার পরিষদ বরাবরই মানবাধিকারের পক্ষে কথা বলে আসছে এবং ভবিষ্যতেও এই লড়াই অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এসএইচ