তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ০৪:২৬ পিএম
ছবি: ভোরের আকাশ
বরগুনার তালতলীতে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে স্কাউট সদস্যদের জন্য সিপিআর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দিনব্যাপী তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে 'সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)' আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ২০ জন স্কাউট সদস্য অংশগ্রহণ করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন, সিআইপিআরবি'র উপ-পরিচালক মোঃ আবুল বরকাত, ডেপুটি কমিউনিকেশন ম্যানেজার ফারহানা ফেরদৗস, এরিয়া অর্ডিনেটর রজত সেন, তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার, সিনিয়র শিক্ষক জনাব জিয়াউল হক রুবেল প্রমুখ।
কর্মশালায় পানিতে ডুবা ব্যক্তির শ্বাস ও জ্ঞ না থাকলে কিভাবে সিপিআর এর মাধ্যমে সুস্থ করে তোলা যায় সে বিষয়ে স্কাউট সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়।
ভোরের আকাশ/জাআ