সংগৃহীত ছবি
এক হাজার ৪১৪টি শাখা ও উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস মিট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই ২০২৫) পুরানা পল্টনস্থ আইএফআইসি ব্যাংক এর প্রধান কার্যালয় ‘আইএফআইসি টাওয়ার’ এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় এই বিজনেস মিট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ। হাইব্রিড মডেলে আয়োজিত অনুষ্ঠানে শাখা-উপশাখা থেকে ব্যাংকের প্রায় ২৫০০ এর অধিক অফিসার সরাসরি অনলাইনে অংশগ্রহণ করেন।
এ সময় মো. মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংকের শক্তি সম্মানিত গ্রাহকদের আস্থা আর নিবেদিত সকল অফিসারদের অক্লান্ত পরিশ্রম।
গতবছর আগষ্ট পরবর্তী সময়ে ব্যাংকিং ইন্ড্রাস্ট্রির ওপর সম্মানিত গ্রাহকেরা যখন আস্থা সংকটে ভুগছিল, তখনও আমাদের ব্যাংকের উপশাখাগুলো আশানরুপ আমানত সংগ্রহ করতে সমর্থ হয়েছে। ভবিষ্যতে মাঠ পর্যায়ে গ্রাহকদের কাছে সকল ব্যাংকিং সেবার জন্য আইএফআইসি একক নির্ভরতার জায়গা হয়ে উঠবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভোরের আকাশ/এসএইট
সংশ্লিষ্ট
এক হাজার ৪১৪টি শাখা ও উপশাখা নিয়ে আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস মিট অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২১ জুলাই ২০২৫) পুরানা পল্টনস্থ আইএফআইসি ব্যাংক এর প্রধান কার্যালয় ‘আইএফআইসি টাওয়ার’ এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় এই বিজনেস মিট।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ। হাইব্রিড মডেলে আয়োজিত অনুষ্ঠানে শাখা-উপশাখা থেকে ব্যাংকের প্রায় ২৫০০ এর অধিক অফিসার সরাসরি অনলাইনে অংশগ্রহণ করেন।এ সময় মো. মেহমুদ হোসেন বলেন, আইএফআইসি ব্যাংকের শক্তি সম্মানিত গ্রাহকদের আস্থা আর নিবেদিত সকল অফিসারদের অক্লান্ত পরিশ্রম।গতবছর আগষ্ট পরবর্তী সময়ে ব্যাংকিং ইন্ড্রাস্ট্রির ওপর সম্মানিত গ্রাহকেরা যখন আস্থা সংকটে ভুগছিল, তখনও আমাদের ব্যাংকের উপশাখাগুলো আশানরুপ আমানত সংগ্রহ করতে সমর্থ হয়েছে। ভবিষ্যতে মাঠ পর্যায়ে গ্রাহকদের কাছে সকল ব্যাংকিং সেবার জন্য আইএফআইসি একক নির্ভরতার জায়গা হয়ে উঠবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।ভোরের আকাশ/এসএইট
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় অগ্রণী ব্যাংকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর ব্যাংকের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম।এসময় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার (২৩ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে।এর আগে সর্বশেষ ৮ জুলাই সোনার দাম কিছুটা কমানো হয়েছিল। তারও আগে ২ জুলাই দাম বাড়ানো হয়। তবে বর্তমানে বাজার পরিস্থিতি বিবেচনায় আবারও দাম বাড়ানো হয়েছে।সোনার নতুন দাম (ভরি প্রতি):২২ ক্যারেট: ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা (বৃদ্ধি ১,০৫০ টাকা)২১ ক্যারেট: ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা (বৃদ্ধি ১,০০৪ টাকা)১৮ ক্যারেট: ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা (বৃদ্ধি ৮৫২ টাকা)সনাতন পদ্ধতি: ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা (বৃদ্ধি ৭৩৫ টাকা)রুপার দাম অপরিবর্তিত (ভরি প্রতি):২২ ক্যারেট: ২ হাজার ৮১১ টাকা২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকাসনাতন পদ্ধতি: ১ হাজার ৭২৬ টাকাবাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোনার দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজার, স্থানীয় তেজাবী সোনার দর এবং মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় নেওয়া হয়।ভোরের আকাশ//র.ন
চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ৬০৬ কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৫০ পয়সা ধরে)। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (২২ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, রেমিট্যান্স প্রবাহের এ ধারা অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক।কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ের প্রথম ২১ দিনে প্রবাসীদের পাঠানো এ অর্থের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৬ কোটি ৬০ লাখ ডলার বেশি। ২০২৪ সালের একই সময়ে দেশে এসেছিল ১৪৩ কোটি ডলারের রেমিট্যান্স।এর আগে, সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের জুন মাসে দেশে এসেছে প্রায় ২৮১ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৪ হাজার ৪০০ কোটি টাকা। সেই মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৪০ লাখ ডলার বা ১ হাজার ১৪৭ কোটি টাকার বেশি।বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের (২০২৩-২৪) একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। গত অর্থবছরের এ সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।প্রবাসী আয় বৃদ্ধির ধারাবাহিকতায় অর্থবছরের বিভিন্ন মাসে রেমিট্যান্সের চিত্র ছিল উল্লেখযোগ্য। জুলাইয়ে এসেছে ১৯১ কোটি ডলার, আগস্টে ২২২ কোটি, সেপ্টেম্বরে ২৪০ কোটি, অক্টোবরে ২৩৯ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে’তে ২৯৭ কোটি এবং সর্বশেষ জুনে এসেছে ২৮২ কোটি ডলার।বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহ দেওয়া, উৎসবকেন্দ্রিক আয় বৃদ্ধি এবং হুন্ডি বা অবৈধ পথে টাকা পাঠানো নিরুৎসাহিত করার ফলেই এই প্রবাহ বাড়ছে।ভোরের আকাশ//র.ন