বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ০৮:২১ এএম
‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মূল হোতা টিপু সুলতান গ্রেপ্তার
ঢাকাই সিনেমার আলোচিত ছবি ‘তাণ্ডব’-এর পাইরেসির মূল হোতা টিপু সুলতানকে (৩৫) গ্রেপ্তার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৭ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের বাসিন্দা। তার পিতা খলিলুর রহমান।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে দায়ের করা মামলায় টিপু সুলতান ছিলেন ১ নম্বর এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, টিপু সুলতান ‘তাণ্ডব’ সিনেমার সম্পূর্ণ এইচডি সংস্করণ অবৈধভাবে পাইরেসি করে অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেন।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, “কপিরাইট লঙ্ঘন করে দেশের চলচ্চিত্র শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ডিবি সর্বদা তৎপর। টিপু সুলতানকে আমাদের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।”
এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপু সুলতান নিজেই পাইরেসির কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, এটি একটি সংঘবদ্ধ চক্র, যার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে।
জানা গেছে, সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বর্তমানে গ্রেপ্তারকৃত আসামিকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বনানী থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান ও সাবিলা নূর অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। মুক্তির পর থেকেই সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে।
ভোরের আকাশ//হ.র