বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫ ০৪:২০ পিএম
হামজাদের বিশ্বাস রাখতে বললেন শাকিব খান
সদ্য অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের কাছে বাংলাদেশ ২-১ গোলে হারলেও দলটির প্রতি উৎসাহ ও ভালোবাসা জানাতে ভোলেননি এই মেগাস্টার শাকিব খান।
মঙ্গলবার (১০ জুন) অনুষ্ঠিত ম্যাচটি নিয়ে এক ফেসবুক পোস্টে শাকিব খান লেখেন, “আমরা হয়তো এক গোলে হেরেছি, কিন্তু খেলেছি হৃদয়, সাহস আর উদ্দীপনা দিয়ে। প্রতিটি ম্যাচই একটি শিক্ষা, প্রতিটি পতনই এগিয়ে যাওয়ার একটি ধাপ। এটা শেষ নয়- এটি মাত্র শুরু। বিশ্বাস রেখো, একদিন উজ্জ্বল দিন আসবেই।”
শাকিব খানের এই বার্তা ভক্ত-সমর্থকদের মধ্যে সাড়া ফেলেছে। অনেকে জানিয়েছেন, পর্দার সুপারস্টারের এই সংবেদনশীল বার্তা ফুটবলদলের জন্য এক নতুন প্রেরণা।
উল্লেখ্য, ক্রীড়াজগতের প্রতি শাকিব খানের ভালোবাসা নতুন নয়। একসময় তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি দলের মালিক ছিলেন। ক্রিকেটের পাশাপাশি ফুটবলের প্রতিও তার রয়েছে গভীর আগ্রহ।
ভোরের আকাশ/জাআ