বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ০২:১৬ এএম
ভুল শুধরে ফিরতে চান এনা সাহা
তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত ভারতীয় অভিনেত্রী এনা সাহা প্রযোজিত চলচ্চিত্র ‘চিনে বাদাম’ ঘিরে হয়েছিল বিস্তর আলোচনা ও সমালোচনা। এরপর দীর্ঘ সময় ছিলেন পর্দার আড়ালে, অভিনয় থেকেও ছিলেন দূরে। অবশেষে এক সাক্ষাৎকারে নিজের নীরবতার কারণসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী ও প্রযোজক।
সাক্ষাৎকারে এনা বলেন, “নিজের প্রোডাকশন হাউসের কাজে এখন বেশি মনোযোগ দিচ্ছি। আগে যে ভুলগুলো করেছিলাম, সেগুলো শুধরে নিতে চাই। আগে শুধু অভিনেত্রী ছিলাম, এখন দায়িত্ব অনেক বেড়েছে। তাই নিজেকে আরও গুছিয়ে নিতে চাই।”
তিনি আরও জানান, শুধু প্রযোজক নয়, অভিনেত্রী হিসেবেও নিজেকে নতুনভাবে তৈরি করতে চান। তাঁর ভাষায়, “আগের ছবিগুলোতে অভিনেত্রী হিসেবে তেমন প্রশংসা পাইনি। বরং প্রযোজক হিসেবে বেশি প্রশংসিত হয়েছিলাম।”
‘চিনে বাদাম’ বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও হাল ছাড়ছেন না এনা। বরং ধৈর্যকে নিজের সবচেয়ে বড় শক্তি মনে করছেন তিনি।
বর্তমানে নিজের প্রযোজনা সংস্থার নতুন প্রকল্প নিয়েই ব্যস্ত এনা সাহা। তার আশা, ভবিষ্যতে তাঁর প্রযোজিত কাজগুলো দর্শকদের কাছে প্রশংসিত হবে এবং সে পথেই তিনি এগিয়ে যেতে চান আত্মবিশ্বাসের সঙ্গে।
ভোরের আকাশ//হ.র