বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫ ০৫:১৩ এএম
পরীমনির ‘মৃত্যুর’ গুজব, লাইভে এসে জানালেন ‘সুস্থভাবে বেঁচে আছি’
নুসরাত ফারিয়া গ্রেপ্তার ইস্যুর রেশ কাটতে না কাটতেই হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ‘চিত্রনায়িকা পরীমনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে’—এমন একটি গুজব। মুহূর্তেই বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে শোবিজ অঙ্গনে।
গুজব ছড়িয়ে পড়ার পর সোমবার (১৯ মে) রাতে ফেসবুক লাইভে এসে পরীমনি জানান, তিনি সুস্থ আছেন এবং এ সংক্রান্ত খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
‘মৃত মানুষকে কখনো লাইভে আসতে দেখেছো?’—এই ক্যাপশন দিয়ে লাইভ শুরু করেন এই অভিনেত্রী। সেখানে পরীমনি বলেন, “চার বছর আগেও বলেছিলাম, আজও বলছি—আমি স্বাভাবিক মৃত্যু পছন্দ করি, কখনোই আত্মহত্যার পথ বেছে নেব না।”
তিনি আরও বলেন, “আমি আমার সন্তানের সঙ্গে সুখে আছি। এই ধরনের গুজব রটিয়ে কোনো লাভ নেই। যদি কখনো হঠাৎ শুনেন আমি মারা গেছি, তাহলে ধরে নেবেন আমাকে হত্যা করা হয়েছে, আত্মহত্যা নয়।”
লাইভে পরীমনি দৃঢ়ভাবে জানান, “আমি এখনো জীবিত এবং সুস্থভাবে আছি। আমি কখনো আত্মহত্যা করব না। মৃত্যু আসবেই, তবে তা হবে স্বাভাবিকভাবে।”
বর্তমানে তিনি একটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন বলেও জানান অভিনেত্রী।
ভোরের আকাশ//হ.র