বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫ ০৭:০৪ এএম
শুটিংয়ে ৭-৮ মাস ফোন ব্যবহার করেননি রাজ: তাসনিয়া ফারিণ
আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’। এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন রাজ ও ফারিণ। আর প্রথম অভিজ্ঞতায় সহশিল্পীর প্রতি মুগ্ধতার কথা জানালেন ফারিণ।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তাসনিয়া ফারিণ বলেন, ‘ইনসাফ’ সিনেমায় কাজ করতে গিয়ে শরিফুল রাজকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। রাজের কাজের প্রতি নিষ্ঠা, একাগ্রতা ও পেশাদারিত্ব তাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।
ফারিণ জানান, শুটিং চলাকালে রাজ মোবাইল ফোন একেবারেই ব্যবহার করতেন না। এমনকি টানা সাত-আট মাস মোবাইল ফোন ছাড়াই ছিলেন এই অভিনেতা। এ বিষয়ে ফারিণ বলেন, “আমরা সাধারণত শুটিংয়ের ফাঁকে ফোন দেখি বা ব্যবহার করি, কিন্তু রাজ পুরো সময় ফোন ছাড়াই ছিলেন। এমনকি তাকে ফোন করলেও পাওয়া যেত না।”
সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায় শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন মোশাররফ করিম। সিনেমাটির পোস্টার ও টিজার ইতোমধ্যে দর্শকদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
ভোরের আকাশ//হ.ন