মায়ের মৃত্যুতেও ভিসা পাননি আদনান সামি, জানালেন তিক্ত অভিজ্ঞতা
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি জানিয়েছেন, গত বছর অক্টোবরে তার মায়ের মৃত্যু হলেও পাকিস্তান তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়। ফলে নিজের মায়ের শেষকৃত্যে সরাসরি অংশ নিতে পারেননি তিনি। বিষয়টি জানিয়ে এক আবেগঘন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন গায়ক।
সম্প্রতি ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ অংশ নিয়ে আদনান সামি বলেন, “আমি ভিসার জন্য আবেদন করেছিলাম, ভারতের পক্ষ থেকে কোনো বাধা ছিল না। কিন্তু পাকিস্তান সরকার আমাকে ভিসা দেয়নি। আমি যেতে পারিনি। শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপে ভিডিও কলে মায়ের শেষকৃত্য দেখতে হয়েছে আমাকে।”
এক সময়ের পাকিস্তানি নাগরিক আদনান সামি বর্তমানে ভারতের নাগরিক। গায়ক বলেন, “আমি কখনোই টাকার জন্য ভারতীয় নাগরিকত্ব নেইনি। পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি ফেলে এসেছি। ভারতের মানুষের ভালোবাসাই আমাকে এখানে টেনে এনেছে।”
তিনি আরও বলেন, “একজন শিল্পীর কাছে ভালোবাসা ও স্বীকৃতিই আসল। পাকিস্তান আমাকে সেই সম্মান দেয়নি, কিন্তু ভারত দিয়েছে। এদেশে এসে আমাকে সবকিছু নতুন করে শুরু করতে হয়েছে, কিন্তু মানুষ যেভাবে আমাকে গ্রহণ করেছে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
প্রসঙ্গত, আদনান সামির বাবা ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা এবং তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধেও অংশ নিয়েছিলেন। ২০১৬ সালে মোদি সরকারের সময়ে আদনান সামিকে ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়। এর আগে তিনি কানাডার নাগরিক ছিলেন।
ভোরের আকাশ//হ.ন
সংশ্লিষ্ট
বলিউড সুপারস্টার সালমান খান গোপনে বিক্রি করে দিয়েছেন মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমের অভিজাত একটি ফ্ল্যাট। সম্পত্তি নিবন্ধন সংক্রান্ত সরকারি তথ্য অনুসারে, প্রায় ৫ কোটি ৩৫ লাখ রুপিতে বিক্রি হয়েছে ফ্ল্যাটটি।সম্প্রতি ‘স্কোয়্যার ইয়ার্ডস’ এবং ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন (আইজিআর)-এর ওয়েবসাইটে এই লেনদেনের তথ্য প্রকাশ করা হয়েছে। জানা গেছে, ২০২৫ সালের জুলাই মাসে ফ্ল্যাটটি হস্তান্তরের চুক্তি সরকারিভাবে নথিভুক্ত হয়।সালমানের বিক্রি করা ফ্ল্যাটটি ‘শিব আস্থান হাইটস’ আবাসনে অবস্থিত। আয়তনে ১,৩১৮ বর্গফুটের এই ফ্ল্যাটে রয়েছে তিনটি গাড়ির জন্য পার্কিংয়ের সুবিধা। লেনদেনের সময় তিনি ৩২ লাখ ১ হাজার টাকা স্ট্যাম্প ডিউটি ও ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন চার্জ পরিশোধ করেছেন।তবে এই বিক্রিকে কেন্দ্র করে সালমান খান মুম্বাই ছাড়ছেন কিনা—এ নিয়ে গুঞ্জন শুরু হলেও, ভক্তদের ধারণা, বান্দ্রা এলাকায় তার একাধিক সম্পত্তি থাকায় তিনি শহর ছাড়ার পরিকল্পনায় নেই।বর্তমানে সালমান খান আলোচনায় রয়েছেন নতুন ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’–এর কারণে। ২০২০ সালে ভারত-চীন সীমান্তে গলওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে শহিদ কর্নেল বি. সন্তোষ বাবুর ভূমিকায় অভিনয় করছেন তিনি। তার বিপরীতে থাকছেন চিত্রাঙ্গদা সিং। ছবির পরিচালনায় রয়েছেন অপূর্ব লাখিয়া।কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে সিনেমার টিজার পোস্টার। এতে রক্তমাখা মুখ ও গালে ক্ষতের দাগসহ একজন সেনা অফিসারের চেহারায় দেখা যায় সালমানকে। ছবিটি বলিউডে এক আবেগঘন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে কোনও গুলি ছোঁড়ার অনুমতি না থাকলেও ২০ ভারতীয় সেনা শহিদ হওয়ার নির্মম বাস্তবতা তুলে ধরা হবে।সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সালমান লেখেন, “লক্ষ্য সঠিক রেখে পরিশ্রম করে যাও…”। ভক্তদের মতে, এটি হয়তো তার বড় কোনো প্রত্যাবর্তনের ইঙ্গিত।উল্লেখ্য, ‘সিকান্দর’ ছবিটি বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও, ‘ব্যাটল অফ গলওয়ান’ নিয়ে নতুন আশায় বুক বেঁধেছে বলিউড।ভোরের আকাশ//হ.র
আগামী ১৮ জুলাই মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে নেপালের ছবি ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। সাফটা চুক্তির আওতায় শো-মোশন লিমিটেড ঢাকায় এই ছবি আমদানি করেছে। অন্যদিকে, বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ সিনেমাটি। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামালের অভিনয়ে নির্মিত হয় এবং ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ছয়টি বিভাগে পুরস্কার জিতেছিল। ছবিটির প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স। দীপেন্দ্র গাউছান পরিচালিত ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’ নেপালে মুক্তির পর ব্যাপক প্রশংসা পায়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রিষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন। দুই ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের নেপালি ভাষার এই সিনেমাটি তৈরি হয়েছে লোকজ সংস্কৃতি এবং ভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রেমের গল্প নিয়ে। ছবির গল্প আবর্তিত হয়েছে দুই চরিত্রকে কেন্দ্র করে। তারা ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচিত হয়ে প্রথম দেখা হয় একটি ক্যাফেতে। অনিচ্ছাকৃত এক ঘটনায় মেয়েটির কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে অপহরণ করে ছেলেটি। এরপর শুরু হয় অপহরণের ‘ভুল বোঝাবুঝি’ আর যাত্রা, যেখানে মেয়েটিকে পাহাড়ি অঞ্চল থেকে মধেশের সমতলভূমিতে নিয়ে যাওয়া হয়। প্রথমে ভীত হলেও ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ছেলেটি মধেশের সুন্দর স্থানগুলো দেখায় এবং মেয়েটি সেখানে মানুষ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা পোষণ করতে শুরু করে। সিনেমাটি নেপালের তরাই অঞ্চলের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনধারা সুন্দরভাবে তুলে ধরে।স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ঢাকাসহ দেশের অন্যান্য শহরের স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে সিনেমাটি প্রদর্শিত হবে। ১৭ জুলাই সন্ধ্যায় এয়ারপোর্ট সংলগ্ন সেন্টার পয়েন্ট শাখায় ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে, যেখানে নেপালের রাষ্ট্রদূত, ছবির পরিচালক, প্রযোজকসহ অন্যান্য কলাকুশলী এবং ‘ন ডরাই’ সিনেমার কলাকুশলীরা উপস্থিত থাকবেন।উল্লেখ্য, ২০২৩ সালে সরকার দেশের হলে উপমহাদেশের সিনেমা মুক্তির জন্য পাঁচ শর্তের ভিত্তিতে অনুমতি প্রদান করে। সেই বছর থেকেই ভারতের বিভিন্ন ছবি ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’ মুক্তি পায়। তবে এবার প্রথমবারের মতো নেপালি সিনেমা সরাসরি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।এর আগে নেপালের সঙ্গে যৌথ প্রযোজনায় কিছু সিনেমা তৈরি হলেও সরাসরি নেপালি ছবি মুক্তি পায়নি। ‘মিসিং’ সিনেমা দিয়েই বাংলাদেশে নেপালি সিনেমার যাত্রা শুরু হলো।ভোরের আকাশ/এসএইচ
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি আবারও নিজেকে নিয়ে আসছেন নতুন লুকে। মাতৃত্বের পর শরীর ও মনকে পুনরায় ফিট করে নেওয়ার এই প্রক্রিয়ায় তিনি নিজেকে প্রস্তুত করে চলেছেন নতুন কাজে ফেরার জন্য। সাম্প্রতিক একটি ফটোশুটে পরীমণির বেনারসি শাড়ি ও ভারী গহনায় সাজানো ছবি সামাজিক মাধ্যমে ঝড় তোলে। ভক্তরা তাদের প্রশংসার বন্যায় ভাসাচ্ছেন নায়িকাকে।ছবিগুলোতে পরীমণিকে সবুজ রঙের বেনারসি শাড়িতে দেখা গেছে। ঝুমকা, সোনার হার, রেশমি চুড়িসহ হাতে হাতে সাজানো ছিল নানা গহনা, যা তার ঐতিহ্যবাহী সাজকে আরও ঝলমল করেছিল। ফটোশুটের ক্যাপশনে পরীমণি লিখেছেন, “আর আমি একটাই পরী!”।গত সপ্তাহে একটি রেস্টুরেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরীমণি। সেই ইভেন্টেই এই ট্র্যাডিশনাল সাজে সবার নজর কাড়েন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বর্তমানে বিভিন্ন শোরুম ও রেস্টুরেন্ট উদ্বোধনের কাজে ব্যস্ত সময় পার করছেন।পরীমণির নতুন এই লুকে ভক্তরা যেমন মুগ্ধ, তেমনি তার ফ্যাশন সেন্স ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন অনেকেই।ভোরের আকাশ//হ.র
দীর্ঘদিন পাকস্থলীর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মারা গেছেন কে-ড্রামার জনপ্রিয় অভিনেত্রী কাং সিও হা। সোমবার (১৪ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স মাত্র ৩১ বছর। তরুণ এই মেধাবী অভিনেত্রীর মৃত্যু কোরিয়ান বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে।অভিনেত্রীর পরিবারের একজন সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।সিও হা’র শেষকৃত্য হবে সিউল সেন্ট মেরিস হাসপাতালের ব্যানপো ডং-এ অবস্থিত ফিউনারেল হলের রুম ৮-এ। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৭:৪০ মিনিটে আনুষ্ঠানিক শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হবে। সিউল মেমোরিয়াল পার্কে দাহের পর তার দেহ জন্মস্থান হামান, সাউথ গিয়ংসাং প্রদেশে সমাহিত করা হবে।তার বোন সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন,“এখনো বিশ্বাস করতে পারছি না তুমি নেই। এত কষ্টের মধ্যেও তুমি সবসময় আমাদের এবং আমার খেয়াল রেখেছো। যত কষ্টই হোক, তুমি সবসময় বলতে কৃতজ্ঞ যে আরও খারাপ কিছু হয়নি। তখন আমি নিজেকে লজ্জিত মনে করতাম। আমার প্রিয় বোন, তুমি অনেক কষ্ট সহ্য করেছো। যেখানে আছো, সেখানেই সুখে থেকো, কষ্টমুক্ত থেকো।”কাং সিও হা ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টসের স্কুল অফ ড্রামা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার ক্যারিয়ার শুরু হয় ব্রেভ গাইসের মিউজিক ভিডিও ‘গেটিং ফারদার অ্যাওয়ে’ দিয়ে। কিন্তু ‘ফার্স্ট লাভ এগেইন’ নাটকের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘দ্য ফ্লাওয়ার ইন প্রিজন’, ‘থ্রু দ্য ওয়েভস’, ‘অ্যাসেম্বলি’ ও ‘হার্ট সার্জনস’সহ বেশ কয়েকটি জনপ্রিয় কে-ড্রামায় অভিনয় করেন তিনি।মৃত্যুর আগে তিনি ‘মাংনাইন’ (ইংরেজি শিরোনাম: ইন দ্য নেট) শুটিং শেষ করেন। এই ছবিতে ‘স্কুইড গেম’ তারকা পার্ক গিউ ইয়ং ও ‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যাঙ্গারিনস’ অভিনেতা কিম সিয়ন হো ছিলেন। সিনেমাটি ২০২৫ সালের শেষার্ধে মুক্তির পরিকল্পনা রয়েছে। ছবির কাহিনী এক নারীর ছোট বোনের মৃত্যুর রহস্য উদঘাটনে হ্যাকার ভাড়া করার গল্প ঘিরে আবর্তিত।২০২৩ সালে কাং সিও হা ইনসাইট এন্টারটেইনমেন্ট ও শোটাইম ক্রুর যৌথ উদ্যোগে গঠিত ইনসাইট এমসিএন-এ যোগ দেন, যা তার ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করেছিল।তার অকাল প্রয়াণে কোরিয়ান বিনোদন ইন্ডাস্ট্রির সহকর্মী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন।ভোরের আকাশ//হ.র