আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ০৩:৪২ এএম
সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সংসদে (নেসেট) সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বুধবার (১৬ জুলাই) সরকারের অন্যতম জোটসঙ্গী অতি-গোঁড়া দল শাহস পার্টি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার পর এ সংকটে পড়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট।
শাহস পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ইহুদি ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগসংক্রান্ত আইনি জটিলতা ও দীর্ঘমেয়াদি মতবিরোধের কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে আরেকটি অতি-গোঁড়া দলও সরকার থেকে সরে দাঁড়ায়। পরপর দুটি দল জোট থেকে সরে যাওয়ায় সংসদে আর সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলেন না যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু।
তবে শাহস পার্টি স্পষ্ট করেছে, তারা নেতানিয়াহুর জোট সরকারকে সরাসরি বিপদে ফেলবে না এবং কিছু গুরুত্বপূর্ণ আইন পাসে সহযোগিতা করবে। সরকারের পতন যেন না ঘটে, সে বিষয়েও তারা সতর্ক থাকবে বলে জানিয়েছে।
এদিকে চলতি মাসের শেষ দিকে ইসরায়েলি সংসদ তিন মাসের জন্য বিরতিতে যাচ্ছে। ফলে, আপাতত সরকার পতনের চাপ থেকে কিছুটা স্বস্তি পেতে যাচ্ছেন নেতানিয়াহু।
শাহস পার্টির পদত্যাগের পরই বিরোধীদলীয় নেতা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহুর সরকারকে ‘অবৈধ সংখ্যলঘু সরকার’ আখ্যা দেন। তিনি বলেন, “এই সরকার এখন গাজা যুদ্ধ কিংবা সৌদি আর সিরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনার মতো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তারা সব ধরনের বৈধতা হারিয়েছে।”
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল
ভোরের আকাশ//হ.র