বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ০৫:৪৮ এএম
যুক্তরাষ্ট্রে শাকিব খান, নতুন মিশন হলিউড?
ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের নতুন ছবি ‘তাণ্ডব’ দেশজুড়ে পেয়েছে ব্যাপক সাড়া। এবার ছবিটি পাড়ি জমিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্রের একাধিক শহরে মুক্তি পাওয়ার পরপরই দেশ ছেড়েছেন শাকিব খান। এতে করে শুরু হয়েছে জল্পনা—তবে কি এবার হলিউড মিশন শুরু করলেন এই সুপারস্টার?
শনিবার (১৩ জুলাই) রাতে বিমানে বসে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন শাকিব খান। সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস ও ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে বিমানের জানালার পাশে বসা সেই ছবির ক্যাপশনে লেখেন, ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’ যদিও তিনি সেখানে স্পষ্ট করে সফরের উদ্দেশ্য জানাননি।
তবে ধারণা করা হচ্ছে, ‘তাণ্ডব’-এর প্রিমিয়ার উপলক্ষে দর্শকদের সঙ্গে ছবি দেখতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন তিনি। ছবিটি ১১ জুলাই থেকে হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টির বেশি শহরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
শাকিব খানের এই সফর ঘিরে আরও একটি সম্ভাবনার কথা আলোচনায় এসেছে। মাস কয়েক আগে হলিউডে কাজ করার গুঞ্জন উঠেছিল। তখন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর গণমাধ্যমে জানান, শাকিব খানকে নিয়ে তিনি একটি হলিউড সিনেমা নির্মাণ করতে চান। সেই সময় জানানো হয়, চূড়ান্ত চুক্তির আগে শাকিব খানের যুক্তরাষ্ট্রে যাওয়া প্রয়োজন।
এখন শাকিবের এই সফর সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছে বলে মনে করছেন ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে।
ভোরের আকাশ//হ.র