‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ফার্স্ট লুক আসছে বুধবার
প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য। সিরিজটির নির্মাতা কাজল আরেফিন অমি ঘোষণা দিয়েছেন, শিগগিরই আসছে সিজন ৫-এর ফার্স্ট লুক।
মঙ্গলবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আগামীকাল বিকেল ৫টায় আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর ফার্স্ট লুক।”
এর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চারটি সিজন প্রচারিত হয়, যার প্রতিটি পর্বেই দর্শকদের মধ্যে তৈরি হয় ব্যাপক সাড়া। ২০২২ সালের শেষ দিকে সিজন ৪-এর সম্প্রচার শেষ হওয়ার পর থেকেই নতুন সিজনের জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যেত ভক্তদের মন্তব্য—“কবে আসছে ব্যাচেলর পয়েন্ট?”
অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নির্মাতার ঘোষণা নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে ভক্তদের মাঝে। সিজন ৫-এ আগের চরিত্রগুলোর পাশাপাশি নতুন চমকও থাকছে বলে আভাস দিয়েছেন নির্মাতা।
এখন দেখার পালা—নতুন সিজনে কতটা হাসি-কান্না ও মজা অপেক্ষা করছে দর্শকদের জন্য।
ভোরের আকাশ/হ.র
সংশ্লিষ্ট
গানের ভিডিও শুটিং করতে গিয়ে নিখোঁজ হন ভারতীয় মডেল সিমি চৌধুরী। গত শনিবার ১৪ জুন শুটিংয়ের কথা বলে বাড়ি থেকে বের হন। ওইদিন থেকে ফোন বন্ধ থাকায় কোনো খোঁজ মিলছিল না। সোমবার (১৬ জুন) ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপাত জেলার একটি খাল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ভারতীয় এই সংবাদমাধ্যমকে নিহতের বোন নেহা জানান, শীতল কর্মক্ষেত্র থেকে তাকে ফোন করে জানিয়েছিলেন, তার সাবেক প্রেমিক সুনীল তাকে শারীরিকভাবে নির্যাতন করছে এবং জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ পরে, তিনি তার বোনের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। যখন সে বাড়ি ফিরে আসেনি, তখন নেহা পুরাতন শিল্প পুলিশ স্টেশনে নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করে। বোনের মরদেহ উদ্ধারের পর শীতলের সাবেক প্রেমিক সুনীল এই ঘটনায় জড়িত থাকতে পারেন বলে দাবি করেন নেহা।পুলিশ জানিয়েছে, শীতলের হাতে ও বুকে উল্কিচিত্র ছিল। এসব চিহ্ন দেখে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। মরদেহটি সোনিপাত জেলার খারখোদার রিলায়েন্স খাল থেকে উদ্ধার করা হয়।সোনিপাতের সহকারী পুলিশ কমিশনার অজিত সিং গণমাধ্যমকে বলেন, শীতলের পরিবার শনিবারই (১৪ জুন) নিখোঁজ ডায়েরি করেন। যা পানিপথের উরলানা কালান পুলিশ পোস্টে নথিভুক্ত হয়। তদন্তের ধারাবাহিকতায় সোমবার খারখোদা এলাকা থেকে উদ্ধার হওয়া মরদেহের বর্ণনার সঙ্গে মিল পাওয়ায় সেটি শীতলের দেহ বলে শনাক্ত করা হয়।ভোরের আকাশ/এসএইচ
মুম্বাইয়ের জনপ্রিয় রেস্তোরাঁ গুলোর মধ্যে একটি হলো ‘তোরি’। রেস্তোরাঁটির মালিক বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের। এই রেস্তোরাঁয় রয়েছে একটি গোপন দরজা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেছেন রেস্তোরাঁর প্রধান শেফ স্টেফান গ্যাডিট। এই গোপন দরজা শুধু খান পরিবার ও নির্দিষ্ট কিছু তারকাদের ব্যবহারের জন্য বরাদ্দ। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।গত বছর ফেব্রুয়ারিতে চালু হওয়া এই রেস্টুরেন্টটি এবার নতুন করে আলোচনায় আসলো এই গোপন দরজার রহস্য উন্মোচনের পর। ‘টোরি’র প্রধান রন্ধনশিল্পী স্টেফান গাডিট সম্প্রতি এক সাক্ষাৎকারে রেস্টুরেন্টের অন্দরমহলের অনেক অজানা তথ্য জানিয়েছেন।তিনি নিশ্চিত করেছেন যে, রেস্টুরেন্টের একটি গোপন দরজা রয়েছে যা দিয়ে কেবল খান পরিবারের সদস্যরা প্রবেশ করেন। তবে এই দরজাটি ঠিক কোথায় অবস্থিত তা সাধারণের কাছে অজানা। খান পরিবারের ব্যক্তিগত পরিসর অক্ষুণ্ণ রাখতেই এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন স্টেফান।খান পরিবারের পছন্দের খাবারের তালিকাও প্রকাশ করেছেন স্টেফান। তিনি জানান, শাহরুখ খান গৌরী খান এবং তাদের কনিষ্ঠ পুত্র আব্রাম খান প্রায়শই 'টোরি' থেকে খাবার আনিয়ে খান। অন্যদিকে আরিয়ান খান ও সুহানা খান তাদের বন্ধুদের নিয়ে প্রায়ই এই রেস্টুরেন্টে এসে খাওয়া-দাওয়া করতে পছন্দ করেন।উল্লেখ্য, গত বছরের ভ্যালেন্টাইন’স ডে-তে তোরি রেস্তোরাঁটি চালু হয়। রেস্তোরাঁটির উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বলিউডের তারকা স্ত্রীদের নিয়ে তৈরি জনপ্রিয় রিয়েলিটি শো ‘ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এর তারকারা—সুসান খান, মহীপ কাপুর, ভবানা পান্ডে, নীলম কোঠারি ও সীমা সাজদেহ।ভোরের আকাশ/এসএইচ
তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত ভারতীয় অভিনেত্রী এনা সাহা প্রযোজিত চলচ্চিত্র ‘চিনে বাদাম’ ঘিরে হয়েছিল বিস্তর আলোচনা ও সমালোচনা। এরপর দীর্ঘ সময় ছিলেন পর্দার আড়ালে, অভিনয় থেকেও ছিলেন দূরে। অবশেষে এক সাক্ষাৎকারে নিজের নীরবতার কারণসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী ও প্রযোজক।সাক্ষাৎকারে এনা বলেন, “নিজের প্রোডাকশন হাউসের কাজে এখন বেশি মনোযোগ দিচ্ছি। আগে যে ভুলগুলো করেছিলাম, সেগুলো শুধরে নিতে চাই। আগে শুধু অভিনেত্রী ছিলাম, এখন দায়িত্ব অনেক বেড়েছে। তাই নিজেকে আরও গুছিয়ে নিতে চাই।”তিনি আরও জানান, শুধু প্রযোজক নয়, অভিনেত্রী হিসেবেও নিজেকে নতুনভাবে তৈরি করতে চান। তাঁর ভাষায়, “আগের ছবিগুলোতে অভিনেত্রী হিসেবে তেমন প্রশংসা পাইনি। বরং প্রযোজক হিসেবে বেশি প্রশংসিত হয়েছিলাম।”‘চিনে বাদাম’ বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও হাল ছাড়ছেন না এনা। বরং ধৈর্যকে নিজের সবচেয়ে বড় শক্তি মনে করছেন তিনি।বর্তমানে নিজের প্রযোজনা সংস্থার নতুন প্রকল্প নিয়েই ব্যস্ত এনা সাহা। তার আশা, ভবিষ্যতে তাঁর প্রযোজিত কাজগুলো দর্শকদের কাছে প্রশংসিত হবে এবং সে পথেই তিনি এগিয়ে যেতে চান আত্মবিশ্বাসের সঙ্গে।ভোরের আকাশ//হ.র
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ইতোমধ্যে আসরের সরকারি সূচি প্রকাশ করেছে আইসিসি (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল)। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার।রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত এই বিশ্বকাপে প্রতিটি দল গ্রুপ পর্বে সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। বাংলাদেশ নারী দলও নিশ্চিতভাবে অন্তত ৭টি ম্যাচ খেলবে এবারের বিশ্বকাপে।বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২ অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে, কারণ রাজনৈতিক কারণে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর সূচি এমন:৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে, গুয়াহাটি১০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে, ভাইজাগ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ভাইজাগ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে, ভাইজাগ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে, কলম্বো২৬ অক্টোবর ভারতের বিপক্ষে, বেঙ্গালুরু২৯ ও ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল দুটি, যথাক্রমে গুয়াহাটি ও বেঙ্গালুরুতে। তবে পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলে তাদের ম্যাচগুলো হবে কলম্বোতে।২ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল, ভেন্যু বেঙ্গালুরু।নারী ক্রিকেটে ক্রমবর্ধমান আগ্রহ ও প্রতিযোগিতার মধ্য দিয়ে এবারকার আসরটি হতে চলেছে বেশ প্রতীক্ষিত। বাংলাদেশ নারী দলের ভক্তদের জন্য এই বিশ্বকাপ গুরুত্বপূর্ণ এক অধ্যায় হতে যাচ্ছে।ভোরের আকাশ//হ.র