‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ফার্স্ট লুক আসছে বুধবার
প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য। সিরিজটির নির্মাতা কাজল আরেফিন অমি ঘোষণা দিয়েছেন, শিগগিরই আসছে সিজন ৫-এর ফার্স্ট লুক।
মঙ্গলবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আগামীকাল বিকেল ৫টায় আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর ফার্স্ট লুক।”
এর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চারটি সিজন প্রচারিত হয়, যার প্রতিটি পর্বেই দর্শকদের মধ্যে তৈরি হয় ব্যাপক সাড়া। ২০২২ সালের শেষ দিকে সিজন ৪-এর সম্প্রচার শেষ হওয়ার পর থেকেই নতুন সিজনের জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যেত ভক্তদের মন্তব্য—“কবে আসছে ব্যাচেলর পয়েন্ট?”
অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নির্মাতার ঘোষণা নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে ভক্তদের মাঝে। সিজন ৫-এ আগের চরিত্রগুলোর পাশাপাশি নতুন চমকও থাকছে বলে আভাস দিয়েছেন নির্মাতা।
এখন দেখার পালা—নতুন সিজনে কতটা হাসি-কান্না ও মজা অপেক্ষা করছে দর্শকদের জন্য।
ভোরের আকাশ/হ.র
সংশ্লিষ্ট
নাটক-ওটিটির পর বড় পর্দায়ও নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে নিজ দক্ষতায় ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক অনেকটাই কমেছে মেহজাবীনের কাজের ব্যস্ততা। ফলে তাকে নিয়ে ভক্তদের আলোচনা কমেছে। তবে সদ্যই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।সদ্যই একেবারে অন্য কারণে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মেহজাবীন। পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি–ধামকির অভিযোগে করা মামলায় সম্প্রতি মেহজাবীন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তারা আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। এমন সময়ে তার আসন্ন কিংবা নতুন কোনো কাজেরও খবর নেই; তাই ভক্তদের মনে বেঁধেছে নানা প্রশ্ন- মেহজাবীনের সেই ব্যস্ততা কোথায় হারাল?সংগৃহীত ছবিএইতো কিছুদিন আগেই গুঞ্জন ওঠে, পরিচালক রেদওয়ান রনির আসন্ন সিনেমা ‘দম’ এ অভিনয়ের কথা ছিল মেহজাবীনের। যেখানে দুই প্রসিদ্ধ অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর সঙ্গে স্ক্রিনশেয়ার কথা ছিল তার; বিভিন্ন সংবাদমাধ্যমেও উঠে আসে মেহজাবীনের নাম। কিন্তু শেষমেশ জানা গেল, ‘দম’-এর নায়িকা মেহজাবীন নন— জায়গাটি পেয়েছেন পূজা চেরী। আর এ ঘোষণার পরই হতাশ হন মেহজাবীন ভক্তরা। এছাড়াও দীর্ঘদিন ধরে মেহজাবীনের নতুন কোনো প্রজেক্টের কথা শোনা যাচ্ছে না বলে যেন হতাশা আরও বাড়ে।অথচ কয়েক বছর আগেও পরিস্থিতি ছিল একেবারেই উল্টো! নাটক, বিজ্ঞাপন, ওটিট; সব মিলিয়ে কাজের চাপে হাঁফ ছাড়তে হচ্ছিল মেহজাবীনকে। দেশ–বিদেশ ঘুরে টানা শুটিং, কখনো কিছুদিন আড়ালে থাকা, কখনো বাধ্য হয়ে বিরতি; কাজের ব্যস্ততা নিয়েই যেন তার জীবন ছিল ঘূর্ণিঝড়ের মতো।পরে চলচ্চিত্রেও মনোযোগ দেন। বিয়ে ও হানিমুনে কিছুটা বিরতি নিলেও তার অভিনীত ‘প্রিয় মালতি’ ও ‘সাবা’ আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়ায়। তবে দেশের প্রেক্ষাগৃহে তেমন সাড়া মেলেনি দুই ছবিরই।এরপর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যায় তার কাজের তালিকা। সংবাদমাধ্যমকে সম্প্রতি মেহজাবীন নিজেই জানান, আপাতত তার হাতে উল্লেখ করার মতো নতুন কোনো কাজ নেই। আর এই খবর সামনে আসতেই ভক্তদের মনে প্রশ্ন— যেই মেহজাবীন ব্যস্ততার কারণে নিজেকে আড়াল করতেন, তিনি আজ কাজবিহীন হয়ে কি তাল হারিয়ে ফেলছেন?ভোরের আকাশ/তা.কা
আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ আফরোজা হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারকের খাস কামরায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য ছিল। তবে আসামি মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর একই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর ধার্য করা হয়।মামলা সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামি মেহজাবীন চৌধুরী নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবেন বলে নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে মোট ২৭ লাখ টাকা দেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যাবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ না নেওয়ায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে আজকে দেব, কালকে দেব বলে দীর্ঘদিন কালক্ষেপণ করে।পরে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলেন। ওইদিন ঘটনাস্থলে গেলে মেহজাবীন ও তার ভাইসহ অজ্ঞাত পরিচয়ের আরও ৪-৫ জন বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারা বলেন, এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না। তোকে বাসার সামনে পুনরায় দেখলে জানে মেরে ফেলব। এসব কথা বলে তারা বাদীকে জীবননাশের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখান। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ভাটারা থানায় গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয়। এ ঘটনায় আমিরুল ইসলাম বাদী হয়ে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/ ১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।ভোরের আকাশ/এসএইচ
মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করেছেন।রোববার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির হয়ে জামিন আবেদন করেন তারা।এর আগে পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা নেওয়ার পর তা আত্মসাৎসহ ভয়ভীতি দেখানোর অভিযোগে বাদী আমিরুল ইসলামের মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার ধার্য তারিখে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর আদালত এ পরোয়ানা জারি করে। গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।মামলার অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে মেহজাবীন বাদীকে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার কথা বলেন। এ আশ্বাসে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন তিনি ও তার ভাই। কিন্তু পরে কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু করা হয়নি এবং টাকা চাইলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়।অভিযোগে আরও বলা হয়েছে, চলতি বছরের ১৬ মার্চ বাদী টাকা চাইতে গেলে হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে বাদী ভাটারা থানায় গেলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।ভোরের আকাশ/এসএইচ
ঢাকার একটি আদালত মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রোববার (১৬ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়।মামলার অভিযোগে বলা হয়েছে, পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার প্রতিশ্রুতির বিনিময়ে আসামিরা বাদীর কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নিয়েছিলেন। পরে ব্যবসায়িক কার্যক্রম শুরু না করার পাশাপাশি টাকা ফেরত চাওয়ার সময় বাদীকে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল, তবে তারা উপস্থিত না হওয়ায় গত ১০ নভেম্বর আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে ১৮ ডিসেম্বর।মামলা ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় দায়ের করা হয়েছে।ভোরের আকাশ/তা.কা