চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫ ০৬:০৬ পিএম
নবজাতককে কোলে নিয়ে পরীক্ষাকেন্দ্রে মা
ভোলার চরফ্যাশনে মাত্র ২ দিন বয়সী কন্যাশিশুসহ পরীক্ষা কেন্দ্রে এসেছেন এক পরীক্ষার্থী। সাথে এসেছেন পরীক্ষার্থীর মা। সদ্য সন্তানের মা হওয়া মেয়েটির দৃঢ় ইচ্ছাকে সম্মান জানাতে পরীক্ষা কক্ষে মেয়ের পরীক্ষা চলাকালে নাতনিকে কোলে নিয়ে অপেক্ষা করছেন তিনি।
মঙ্গলবার (১ জুলাই) চরফ্যাশন ফাতেমা মতিন মহাবিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে গেলে একটি কক্ষে এক নারীকে সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তান কোলে নিয়ে বসে থাকতে দেখা যায়। জানতে চাইলে তিনি জানান, তার মেয়ে ফাবিহা খানমের সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। আর আরেকটি পরীক্ষা কক্ষে পরীক্ষা দিচ্ছে নবজাতকের মা।
জানা গেছে, ফাবিয়া খানম নামের এক এইচএসসি পরীক্ষার্থী উপজেলার আবুবকরপুর ইউনিয়নের বাসিন্দা মো.মাকসুদ খানের মেয়ে। পরীক্ষা শুরুর ২ দিন আগে অর্থাৎ গত মঙ্গলবার কন্যা সন্তানের মা হন ফাবিহা। এরপর ২ দিনের মাথায় গত বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। ফাবিহা খানম চরফ্যাশন সরকারি কলেজের শিক্ষার্থী।
পরীক্ষার্থীর মা ও সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটির নানি খাজিদা বেগম বলেন, সন্তানসম্ভবা থাকা অবস্থায় এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ করেছে আমার মেয়ে। গর্ভকালেও পড়াশোনা চালিয়ে গেছে।
পরীক্ষা শুরুর ঠিক ২ দিন আগে, গত মঙ্গলবার, তিনি জন্ম দেন একটি কন্যা সন্তানের। নবজাতককে নিয়েই বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেন ফাবিহা।ওর ইচ্ছা ছিল, পরীক্ষাটা দিতেই হবে। আমরা কিছুটা দুশ্চিন্তায় থাকলেও ওর সাহস আর ইচ্ছার কাছে হার মেনেছি। তাই আজ নাতিকে নিয়ে এখানে এসেছি।
পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর মোহাম্মদ উল্লাহ স্বপ্ন জানান, সন্তানের মা হয়েও পড়ালেখার প্রতি তার আগ্রহের বিষয়টি আমাদেরকে আশান্বিত করেছে।
ভোরের আকাশ/আজাসা