আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ০১:৪৬ এএম
ইসরায়েলের গোপন তথ্য ফাঁস করে মোসাদের জালে ধরা ভানুনু
ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন মোর্দেচাই ভানুনু। কিন্তু শেষ পর্যন্ত সেই ফাঁস করা তথ্যই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। হানিট্র্যাপের ফাঁদে পড়ে মোসাদের হাতে ধরা পড়েন তিনি। এরপর ইসরায়েলে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে দেওয়া হয় ১৮ বছরের কারাদণ্ড।
ঘটনাটি ১৯৮৬ সালের। ইসরায়েলের সাবেক পারমাণবিক প্রকৌশলী মোর্দেচাই ভানুনু ছুটি কাটাতে লন্ডনে যান। কিন্তু পর্যটক হিসেবে শহর ঘোরার বদলে তিনি সোজা চলে যান The Sunday Times পত্রিকার অফিসে। সেখানে গিয়ে তিনি ফাঁস করে দেন ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচির তথ্য, যা দেশটি তখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
বিশ্বব্যাপী সংবাদ শিরোনাম হয় এই খবর। ভানুনুর দেওয়া ছবিসহ তথ্যপ্রমাণে প্রকাশ পায়, ইসরায়েল গোপনে পরমাণু বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। এতে বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়ে।
তবে তথ্য ফাঁসের পর The Sunday Times ভানুনুর নিরাপত্তা নিশ্চিত করতে তাকে একটি সেফ হাউসে গোপনে রাখে। কিন্তু ভানুনু নিয়মিত সেই গোপন অবস্থান থেকে বাইরে বের হয়ে ঘুরতেন। একসময় লন্ডনে পরিচয় হয় ‘সিনডি’ নামের এক নারীর সঙ্গে। দ্রুতই সেই পরিচয় প্রেমে রূপ নেয়। পরে জানা যায়, সিনডির প্রকৃত নাম চেরিল বেন টভ—যিনি আসলে একজন মোসাদ এজেন্ট।
ভানুনু যখন প্রেমে আচ্ছন্ন, তখন হঠাৎই ‘সিনডি’ জানান, তাকে ইতালিতে ফিরে যেতে হবে। ভানুনুও তার সঙ্গে যেতে আগ্রহ প্রকাশ করেন। Sunday Times আপত্তি করলেও শেষ পর্যন্ত তাদের যেতে বাধা দেয়নি। রোমে পৌঁছানোর পরই মোসাদ তাকে আটক করে। তার শরীরে চেতনানাশক প্রয়োগ করে গোপনে জাহাজে তুলে নেওয়া হয় ইসরায়েলে।
সেখানে পৌঁছানোর পর ভানুনু জানতে পারেন, ‘সিনডি’র পুরো প্রেমটাই ছিল মোসাদের ফাঁদ—একটি পরিকল্পিত হানিট্র্যাপ। এরপরই তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয় এবং আদালত তাকে ১৮ বছরের কারাদণ্ড দেয়।
২০০৪ সালে কারাভোগ শেষে মুক্তি পেলেও, তার ওপর এখনো একাধিক নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তিনি ইসরায়েল ত্যাগ করতে পারেন না এবং বিদেশি সাংবাদিক বা কূটনীতিকদের সঙ্গেও সরাসরি যোগাযোগের অনুমতি নেই।
মুক্তির পর ভানুনু এক বিবৃতিতে বলেন, “আমি অনুতপ্ত নই। বরং আমি গর্বিত, কারণ আমি সত্য প্রকাশ করেছি।”
ভোরের আকাশ//হ.র