আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ০১:৪৭ এএম
ট্রাম্পের শুল্ক হুমকিতে ভারত নির্লিপ্ত, বলছে ‘জাতীয় স্বার্থে ছাড় নয়’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া শুল্ক হুমকির মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছে ভারত। নির্ধারিত সময়ের মধ্যে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর চাপকে ‘গুরুত্বহীন’ হিসেবে দেখছে নয়াদিল্লি। তবে দুই দেশের মধ্যে আলোচনা চালু রয়েছে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল। খবর রয়টার্স-এর।
শুক্রবার (৫ জুলাই) দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পীযূষ গোয়াল বলেন, “ভারত সর্বদা জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। কোনো সময়সীমার চাপ কিংবা একতরফা শর্তে নয়—আমরা কেবল তখনই চুক্তি করব, যখন তা দুই পক্ষের জন্যই লাভজনক হবে।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ৯ জুলাইয়ের মধ্যে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে দেশগুলোর প্রতি আহ্বান জানায়। চুক্তি না হলে ভারতসহ সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প আরও বলেন, “আমরা আগামীকাল থেকেই ১০-১২টি দেশের কাছে চিঠি পাঠানো শুরু করব। এসব চিঠিতে নতুন শুল্কের হার জানানো হবে।” তিনি জানান, বহুপাক্ষিক আলোচনায় সময়ক্ষেপণ হচ্ছে বলেই তিনি সরাসরি দ্বিপাক্ষিক পথে হাঁটছেন।
পীযূষ গোয়াল স্পষ্ট ভাষায় জানান, “মুক্ত বাণিজ্য চুক্তি তখনই সম্ভব, যখন তা দুই পক্ষের মধ্যেই ভারসাম্যপূর্ণ সুবিধা নিশ্চিত করে। জাতীয় স্বার্থ নিশ্চিত না হলে ভারত কোনো চুক্তিতে যাবে না।”
তিনি আরও বলেন, “আমরা উন্নত দেশগুলোর সঙ্গে ভালো চুক্তিতে আগ্রহী, কিন্তু সময়সীমা পূরণের জন্য নয় বরং নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষায়। এটা ভারতের বাণিজ্যনীতির মৌলিক অবস্থান।”
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে এই অবস্থান ওয়াশিংটনের জন্য চাপ তৈরি করতে পারে। বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন বৈশ্বিক বাণিজ্যে কঠোর শুল্কনীতি গ্রহণ করছে।
ভোরের আকাশ//হ.র