আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০৩:৫৪ এএম
গাজায় মধ্যরাতের ইসরায়েলি হামলায় নিহত ৫১ ফিলিস্তিনি
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি। মঙ্গলবার (১৩ মে) মধ্যরাতে শুরু হওয়া এই হামলা ছিল বিশেষভাবে ভয়াবহ। নিহতদের মধ্যে অন্তত ৪৫ জন উত্তর গাজার বাসিন্দা।
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মধ্যরাতের এই হামলার কয়েক ঘণ্টা আগে দক্ষিণ গাজার ইউরোপীয় এবং নাসের হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে চিকিৎসা নিতে আসা একজন সাংবাদিকসহ নিহত হন কমপক্ষে ৩০ জন।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ বন্ধের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, “এমন পরিস্থিতি কখনোই আসবে না, যেখানে আমরা যুদ্ধ বন্ধ করব।”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭২১ জন। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
অন্যদিকে, গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, মৃতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো এক আক্রমণে ইসরায়েলে অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করা হয় বলে জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ভোরের আকাশ//হ.র