আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ০২:৩৬ এএম
রাশিয়া-উত্তর কোরিয়া: ঐতিহ্য ও বন্ধুত্বে নতুন অধ্যায় শুরু
উত্তর কোরিয়া ও রাশিয়া দুই দেশ তাদের সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। শনিবার (২৮ জুন) পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন এবং রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লিউবিমোভা এক বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির খবরে জানা গেছে, রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী লিউবিমোভা কাজের জন্য উত্তর কোরিয়ায় অবস্থান করছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদর দপ্তরে, যেখানে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুই দেশের প্রতিনিধি পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।
কিম জং উন বলেন, ‘উভয় দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আরও গভীরভাবে জানার জন্য শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।’ তিনি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা এবং বোঝাপড়াকে আরও দৃঢ় করার জন্য সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকের পর কিম জং উন ও লিউবিমোভা এক সাংস্কৃতিক কনসার্টে অংশ নেন, যেখানে দুই দেশের ঐতিহ্যবাহী লোকসংগীত ও নৃত্য পরিবেশনা হয়। কিম জং উন রুশ শিল্পীদের ফুলের ঝুড়ি দিয়ে অভিনন্দন জানান।
বিদায় অনুষ্ঠানে কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানানোর জন্য মন্ত্রী লিউবিমোভাকে অনুরোধ করেন।
এই সাক্ষাৎ এমন সময় ঘটলো যখন রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের আশঙ্কা দেখা দিচ্ছে, বিশেষ করে পুতিনের সাম্প্রতিক পিয়ংইয়ং সফরের পর থেকে।
ভোরের আকাশ//হ.র