আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ০২:৩০ এএম
সিরিয়ার ওপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। গত সোমবার তিনি এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে এই ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
ট্রাম্প জানান, “আমি সিরিয়ার ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিল স্বাক্ষর করেছি। যুক্তরাষ্ট্র চাই একটি স্থিতিশীল, ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সিরিয়া, যা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। এমন একটি দেশ, যেখানে সন্ত্রাসীদের জন্য কোনো আশ্রয় থাকবে না এবং জাতি ও ধর্ম নির্বিশেষে সবাই নিরাপদে বসবাস করতে পারবে। এজন্য আমরাও সিরিয়াকে সহযোগিতা ও সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক ব্রিফিংয়ে জানান, “সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার সহযোগী, মানবাধিকার লঙ্ঘনকারী, মাদক পাচারকারী, রাসায়নিক অস্ত্র প্রকল্প সংশ্লিষ্টরা, আইএস এবং তাদের পৃষ্ঠপোষকরা এবং বাশার আল আসাদের সরকারের সঙ্গে সম্পর্কিত ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।”
ট্রাম্পের এই পদক্ষেপের আগে গত মাসে সৌদি আরব সফরে গিয়ে তিনি ঘোষণা দিয়েছিলেন, সিরিয়ার ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। সফরের সময় তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারা’র সঙ্গে বৈঠক করেন, যা দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়ের ২০০০ সালের পর প্রথম বৈঠক হিসেবে বিবেচিত হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র সিরিয়ার স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় নতুন দিকনির্দেশনা দিতে চাইছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
ভোরের আকাশ//হ.র