× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসাবাড়ি-কারখানায় তীব্র গ্যাস সংকট

নিখিল মানখিন

প্রকাশ : ২১ জুন ২০২৫ ০৯:০৬ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

কাটেনি গ্যাস সংকট। বাসাবাড়ি থেকে শুরু করে  শিল্প খাতে চলছে গ্যাসের হাহাকার। সুখবর তো দূরের কথা, দেশে গ্যাসের উৎপাদন নিয়মিত কমছে। ঘাটতি মেটাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়িয়েও পরিস্থিতি সামলানো যাচ্ছে না। চাহিদার বিপরীতে সরবরাহ তেমন বাড়ছে না। ফলে গ্যাস সরবরাহের সংকট কাটছেই না। বসিয়ে রাখতে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা। গ্যাস না পেয়ে বিতরণ সংস্থাগুলোতে নিয়মিত অভিযোগ করছেন আবাসিক ও শিল্প খাতের গ্রাহকেরা। এমন পরিস্থিতির মাঝে দেশের শিল্প কলকারখানাগুলোতে গত এপ্রিল থেকেই গ্যাস সরবরাহ বাড়বে বলে জানিয়েছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। চলতি মাসেও এমন আশ্বাস  দিয়ে রেখেছে সরকার। কিন্তু গ্যাস সংকট থেকে উত্তরনের চিত্র তেমন দৃশ্যমান হয়ে ওঠেনি।

বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র বলছে, বর্তমানে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। ৩০০ কোটি ঘনফুট সরবরাহ পেলে রেশনিং করে (এক খাতে কমিয়ে, আরেক খাতে বাড়ানো) পরিস্থিতি সামাল দেওয়া হয়। দিনে এখন সরবরাহ হচ্ছে গড়ে ২৭০ কোটি ঘনফুট। বিদ্যুৎ খাতে কমিয়ে সম্প্রতি শিল্পে গ্যাস সরবরাহ বাড়ানো হয়েছে। দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন বাড়াতে কূপ খননে জোর দিয়েছে অন্তর্বর্তী সরকার। যদিও এতে শিগগিরই উৎপাদন বৃদ্ধির তেমন সম্ভাবনা নেই। নতুন তিনটি কূপ থেকে কিছু উৎপাদন বেড়েছে। দেশে একসময় দিনে ২৭০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হতো। 

২০১৮ সালে উৎপাদন কমতে থাকলে এলএনজি আমদানি শুরু হয়। উৎপাদন কমে এখন ১৮৫ কোটি ঘনফুটে নেমে এসেছে। সম্প্রতি ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় কয়েকটি সংগঠন যৌথ সংবাদ সম্মেলন করে শিল্প খাতে গ্যাস-সংকটের অভিযোগ করেন। এর পরদিন জ্বালানি বিভাগ বিবৃতি দিয়ে বলেছে, গত বছরের চেয়ে শিল্পে এবার বাড়তি গ্যাস সরবরাহ করা হয়েছে। ২৮ মে থেকে শিল্প খাতে দিনে আরও ১৫ কোটি ঘনফুট গ্যাস বাড়তি সরবরাহ করা হবে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সূত্রে পাওয়া তথ্য বলছে, আশুলিয়ার লিটল স্টার স্পিনিং মিলের সঙ্গে তিতাসের চুক্তি অনুসারে দিনে ১০ পিএসআই (প্রতি বর্গইঞ্চি) চাপে ঘণ্টায় ৩৭ হাজার ঘনফুট গ্যাস সরবরাহ করার কথা। চাপ কম থাকায় সরবরাহ বাড়ছে না। তারা পাচ্ছেন গড়ে ৯ হাজার ঘনফুট।

ব্যবসায়ীরা অভিযোগ করছেন, গত বছরও গ্যাসের সংকট ছিল। দেড় মাস ধরে তারা বেশি ভুগছেন। গ্যাসের অভাবে কারখানা চালাতে পারছেন না, সেটাই তাদের উদ্বেগের বিষয়। শিল্প খাতে সরবরাহ বাড়ানোর কথা বলা হলেও তারা তেমন উন্নতি দেখছেন না। গত বৃহস্পতিবার বেশ কয়েকটি কারখানার গ্যাস সরবরাহের তথ্য সংগ্রহ করা হয় তাদের কাছ থেকে।

এতে দেখা যায়, পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই। বরং কোথাও সরবরাহ আরও কমেছে। জানুয়ারিতে দিনে গড়ে ১০ কোটি ঘনফুট, ফেব্রুয়ারিতে ৪ কোটি ঘনফুট ও মার্চে ১২ কোটি ঘনফুট বাড়তি সরবরাহ করা হয়েছে। তবে গত বছরের তুলনায় এবারের এপ্রিলে দিনে গড়ে ১০ কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ করা হয়েছে। মে মাসেও আগের বছরের তুলনায় সার্বিক সরবরাহ কমেছে বলে জানা গেছে।

পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান বলেন, দেশীয় গ্যাস উৎপাদন কমায় চ্যালেঞ্জ বেড়েছে। প্রতি মাসে বাড়তি এলএনজি জাহাজ কেনা হচ্ছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘোষণা অনুযায়ী শিল্পে সরবরাহ বাড়ানো যায়নি। সমুদ্রে নিম্নচাপ পরিস্থিতির উন্নতি হলে সরবরাহ বাড়বে।

বাসাবাড়িতে জ¦লছে না চুলা : রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। সকাল থেকে সারা দিন জ্বলে না চুলা, রাত ১০টা-১১টার পর আসে গ্যাস, ফলে দিনে রান্নার কাজ প্রায় বন্ধ। খাবারের জন্য বাড়ির লোকজনকে আশপাশের হোটেল এবং শুকনা খাবারের ওপর নির্ভর করতে হচ্ছে। রাত জেগে রান্না করতে হয়। অনেকে বাড়ির ছাদে, সিঁড়িতে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের পূর্ব জুরাইন কলেজ রোডের বাসিন্দা খায়রুননেছা জানান, গ্যাস নিয়ে এখন আমাদের সঙ্গে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তামাশা করছে। ভোর ৫টা থেকে রাত ১০-১১টা পর্যন্ত গ্যাস না থাকায় বাসায় চুলা জ্বলে না। সকালের নাস্তা, দুপুরের খাবারের জন্য হোটেলই ভরসা। বিকাল থেকে গ্যাস আসা শুরু হলেও চাপ এত কম থাকে যে পানি পর্যন্ত গরম হয় না।

৬১ নম্বর ওয়ার্ডের পুরাতন দনিয়ার বাসিন্দা নাবিলা ইয়াসমিন বলেন, সারা দিনের রান্না সন্ধ্যার পর একসঙ্গে করে রাখি। কয়েক বছর ধরেই এ সমস্যা চলছে। শীত এলে এই সমস্যা বেশি হয়।

একই অভিযোগ ৫৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদবাগ এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমানেরও। তিনি বলেন, মোহাম্মদবাগ পূর্ব কদমতলীসহ এ এলাকায় গ্যাস সমস্যার বিষয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন জানিয়েও কোনো ফল পাইনি। কদমতলী এলাকার নাসরিন আক্তারের পরিবারের সদস্য সংখা ১৪ জন। তিন বেলার রান্না এক বেলায় করা সম্ভব হয় না। তাই সকালের নাস্তা আর দুপুরের খাবারের জন্য হোটেলের ওপরই নির্ভর করতে হয়। সন্ধ্যায় গ্যাস এলে রান্না করেন তিনি। গ্যাসের তীব্র সংকট বিরাজ করছে ৬২ নম্বর ওয়ার্ডের শেখদি, কুতুবখালী, ছনটেক এলাকায়।

কুতুবখালী এলাকার বাসিন্দা নাজমুল হুদা ভুইয়া ও রেজাউল করিম বলেন, তিন-চার বছর ধরে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকে না। গ্যাস লাইনের পাইপ দিয়ে পানি বের হয়। রাজধানীর বাসিন্দা হয়েও মাটির চুলায় রান্না করতে হচ্ছে। হোটেল থেকে খাবার কিনে খেতে হয়।

একই সমস্যা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৩, ৫৮, ৫৯, ৬০ ও ৬২ নম্বর ওয়ার্ড এলাকায়। ৫৩ নম্বর ওয়ার্ডের হাজি মীর হোসেন মিরু বলেন, এ এলাকায় ভাড়াটিয়ারা বাসাভাড়া নিতে চায় না। বরং যারা ছিল তারা অন্যত্র চলে যাচ্ছে।

৫৯ নম্বর ওয়ার্ডের আকাশ কুমার ভৌমিক বলেন, ওয়ার্ডের মোহাম্মদবাগ, পূর্ব কদমতলীসহ বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট। এ বিষয়ে তিতাস গ্যাস পরিচালক বরাবর আবেদন জানিয়েও কোনো ফল পাননি বলে জানান ভুক্তভোগীরা।

রাজধানীর বনশ্রী এলাকায় ভোজন বিলাস নামের একটি রেস্তোরাঁর ব্যবস্থাপক আলমগীর হোসেন শুক্রবার দুপুরে বলেন,  গত দুই দিন ধরে বনশ্রী এলাকায় গ্যাস নেই। এখনও নেই। আমার হোটেলের রান্না ঘরে লাইনের গ্যাস আর সামনে রুটি পরটা ভাজার জন্য এলপি গ্যাস। গত দুই দিন এলপি গ্যাসের চুলা দিয়েই যতটা সম্ভব রান্না করতে হচ্ছে।

শান্তিনগরের বাসিন্দা সাদিয়া আক্তার বলেন, দীর্ঘদিন গ্যাসের সমস্যা ছিল না। ফলে ইলেক্ট্রিক চুলা কোথায় রেখেছি মনে ছিল না। একদিন গ্যাসের কষ্ট করার পর গতকাল চুলা খুঁজে বের করলাম।

তিনি প্রশ্ন করেন, এটা তো বাড়তি ঝামেলা। গ্যাসের সমস্যা কেন হচ্ছে, পরিস্থিতি কী সহসা ঠিক হবে?

খিলগাঁওয়ের একটি ছোট খাবার হোটেলের কর্মচারী শরীফ বলেন, গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকেই দেখলাম হোটেলে কাস্টমারের ভিড় অন্যদিনের চেয়ে বেশি। পরে শুনলাম গ্যাস সংকটের কারণে অনেকের বাসাবাড়িতে রান্না হয়নি।

বৃহস্পতিবার এলিফ্যান্ট রোডের বাসিন্দা কামাল ভূঁইয়া বলেন, ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত চুলা জ্বালানো যায়। বাকি সময় একটু গ্যাসও থাকে না। এক মাসের বেশি সময় ধরে এই অবস্থা। তিতাসে একাধিকবার অভিযোগ করেও সুরাহা হয়নি।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) মো. রফিকুল ইসলাম গত বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, ‘আমাদের দুটো এফএসআরইউর মধ্যে একটি কার্গো ট্রান্সফার হচ্ছে। আরেকটি সন্ধ্যার আগে আগে নোঙর করার কথা। এটি হলে আমরা এলএনজি পুরো সরবরাহ দিতে পারব। এখন ৬০০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছে। আজ (গতকাল) মধ্যরাত থেকে পুরো সরবরাহে যেতে পারব বলে আশা করছি।’

কেজিডিসিএল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শফিউল আজম খান জানান, বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ বার্থিং করা যাচ্ছে না। এ কারণে আগে যেখানে ২৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেত, সেখানে তা ২৩০-এ নেমে এসেছে। এই সংকটের কারণে রেশনিং করতে হচ্ছে।

তিনি জানান, সমস্যা সমাধানে কাজ চলছে। সহসাই গ্যাসসংকট কেটে যাবে। আরও ৫০-৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস গত বৃহস্পতিবার  রাতের মধ্যেই পাইপলাইনে যোগ হওয়ার কথা।

শিল্পপ্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, গ্যাসের চাপ কমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর পরিচালক রাকিবুল আলম চৌধুরী বলেন, গ্যাসসংকটের কারণে বুধবার থেকে চট্টগ্রামে তৈরি পোশাকশিল্পের গ্যাসনির্ভর ইউনিটগুলো বন্ধ হয়ে গেছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না: জ্বালানি উপদেষ্টা

আবাসিকে গ্যাস সংযোগ দেওয়ার সম্ভাবনা নেই: জ্বালানি উপদেষ্টা

আবাসিকে গ্যাস সংযোগ দেওয়ার সম্ভাবনা নেই: জ্বালানি উপদেষ্টা

পোশাক কারখানায় আর গ্যাস সংকট থাকবে না: জ্বালানি উপদেষ্টা

পোশাক কারখানায় আর গ্যাস সংকট থাকবে না: জ্বালানি উপদেষ্টা

 অবৈধ বিদেশি ও নকল সিগারেট জব্দ, আটক ১

অবৈধ বিদেশি ও নকল সিগারেট জব্দ, আটক ১

 কুড়িগ্রামে নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচী উপলক্ষে প্রেস ব্রিফিং

কুড়িগ্রামে নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচী উপলক্ষে প্রেস ব্রিফিং

 আমতলীতে ইউপি সচিবের বিরুদ্ধে মানববন্ধন

আমতলীতে ইউপি সচিবের বিরুদ্ধে মানববন্ধন

 আখাউড়ায় জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড

আখাউড়ায় জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড

 নবজাতককে কোলে নিয়ে পরীক্ষাকেন্দ্রে মা

নবজাতককে কোলে নিয়ে পরীক্ষাকেন্দ্রে মা

 বিএনএম নেতা কামরুলের ভয়ংকর প্রতারণা

বিএনএম নেতা কামরুলের ভয়ংকর প্রতারণা

 নতুন দেশ গড়ার ডাক দিয়ে এবার রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম

নতুন দেশ গড়ার ডাক দিয়ে এবার রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম

 ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি

ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি

 এনবিআরের আরো ৫ কর্মকর্তার তথ্যানুসন্ধানে দুদক

এনবিআরের আরো ৫ কর্মকর্তার তথ্যানুসন্ধানে দুদক

 মাগুরায় আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ জন গ্রেপ্তার

মাগুরায় আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ জন গ্রেপ্তার

 `ইন্দোনেশিয়ায় আম পাঠাতে সহযোগিতা করবে দূতাবাস'

`ইন্দোনেশিয়ায় আম পাঠাতে সহযোগিতা করবে দূতাবাস'

 সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

 ঝিনাইদহে ৬ হাজার গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

ঝিনাইদহে ৬ হাজার গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

 ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

 নির্বাচনী বাজেট বরাদ্দে কার্পণ্য নয়: অর্থ উপদেষ্টা

নির্বাচনী বাজেট বরাদ্দে কার্পণ্য নয়: অর্থ উপদেষ্টা

 শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৭ জুলাই

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ৭ জুলাই

 ইন্দুরকানীতে জোড়া খুনের প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার

ইন্দুরকানীতে জোড়া খুনের প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার

 মাদরাসায় যাওয়ার পথে নৌকা ডুবে ৩ শিক্ষার্থী নিখোঁজ

মাদরাসায় যাওয়ার পথে নৌকা ডুবে ৩ শিক্ষার্থী নিখোঁজ

 ইসলামপুরে আকাশমনি গাছের চারা ধ্বংস ও ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

ইসলামপুরে আকাশমনি গাছের চারা ধ্বংস ও ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

সংশ্লিষ্ট

ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি

ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি

এনবিআরের আরো ৫ কর্মকর্তার তথ্যানুসন্ধানে দুদক

এনবিআরের আরো ৫ কর্মকর্তার তথ্যানুসন্ধানে দুদক

সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জনগণ জেগে উঠলে কোনো শক্তি তাকে রুখতে পারে না

জনগণ জেগে উঠলে কোনো শক্তি তাকে রুখতে পারে না