ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫ ১১:২৬ পিএম
দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান: আমীর খসরু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২০ জুন) বিকেলে রাজধানীর কাটাবন ঢাল এলাকায় একটি মসজিদে প্রয়াত রাজনীতিক মোস্তফা মোহসীন মন্টুর কুলখানি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, “তারেক রহমানকে ঘিরে বিএনপি ও দেশের সাধারণ মানুষ বহুদিন ধরে অপেক্ষায় আছে। শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে আমরা আশাবাদী।”
সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকে ঘিরে তার দেশে ফেরার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান এবং সেখান থেকেই তিনি বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
একই আলোচনায় আমীর খসরু আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে পোস্টার বাতিল ও নির্বাচনী আইন (আরপিও) সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
তিনি জানান, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আগামী ২২ জুন চীন সফরে যাবে। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করেন তিনি।
মোস্তফা মোহসীন মন্টুর কুলখানিতে আরও অংশ নেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ জাসদের শরীফ নূরুল আম্বিয়া, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু, ভাসানী জনশক্তি পার্টির শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ মুসলিম লীগের মহসিন রশিদ, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মো. মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
ভোরের আকাশ/হ.র