নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৫ ১১:১৮ পিএম
নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভের ডাক এনসিপির
নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, অন্তর্বর্তী সরকারকে জরুরি ভিত্তিতে সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে এবং নতুন নির্বাচন কমিশন গঠনসহ স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে হবে।
মঙ্গলবার (২০ মে) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
আখতার হোসেন জানান,“যদি অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠনের কার্যক্রম শুরু না করা হয়, তবে আগামীকাল বুধবার (২১ মে) সকাল ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।”
এনসিপির দাবি, বর্তমান নির্বাচন কমিশন অতীত অভিজ্ঞতায় জনগণের আস্থা হারিয়েছে, তাই তা পুনর্গঠন এখন জাতীয় জরুরিতা। আখতার হোসেন বলেন,“নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখতে হলে অন্তর্বর্তী সরকারের উচিত হবে প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন ও সংস্কার করা।”
তিনি আরও বলেন,“যদি সরকার কালক্ষেপণ করে, তবে রাজপথে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”
বর্তমান অন্তর্বর্তী সরকার প্রশাসনিক সংস্কারের ঘোষণা দিলেও এখনো পর্যন্ত নির্বাচন কমিশন পুনর্গঠন বা স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে নির্বাচন কাঠামো সংস্কারের দাবি জোরালো হচ্ছে।
ভোরের আকাশ/হ.র