স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৯ মে ২০২৫ ০১:১৯ এএম
আজীবন নিষেধাজ্ঞার শঙ্কায় অসুস্থ ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকেতা
স্পট-ফিক্সিংয়ের অভিযোগে আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকেতা। ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের এই মিডফিল্ডার এখন চরম মানসিক চাপে রয়েছেন। অভিযোগ তদন্তে বিলম্ব এবং অনিশ্চয়তার মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি—এমনটাই জানিয়েছেন ক্লাবের কোচ গ্রাহাম পটার।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)-এর তদন্তে চারটি পৃথক ঘটনায় পাকেতার বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হলুদ কার্ড দেখেছেন এবং তা নিয়ে বাজি ধরা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার পেশাদার ক্যারিয়ার চিরতরে শেষ হয়ে যেতে পারে।
তবে তদন্তের অগ্রগতি খুবই ধীর, যা পাকেতার মানসিক অবস্থা আরও খারাপ করে তুলছে। কোচ গ্রাহাম পটার জানান, সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে এবং ম্যাচ চলাকালীন পাকেতা অসুস্থ অনুভব করেন। পটার বলেন, “এই সপ্তাহটা তার জন্য খুব কঠিন ছিল। মানসিক চাপ থেকে সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাই ঝুঁকি না নিয়ে ইউনাইটেড ম্যাচে তাকে খেলানো হয়নি। তবে সে এখন অনুশীলনে ফিরেছে এবং দলের হয়ে মাঠে ফিরতে চায়। আমরা সপ্তাহান্তে তাকে কীভাবে ব্যবহার করা যায়, তা বিবেচনা করছি।”
এর আগে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখার পর মাঠেই কেঁদে ফেলেন পাকেতা। ম্যাচ শেষে সেই কান্না সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। পরে পাকেতার স্ত্রী মারিয়া এডুয়ার্দা ফর্নিয়ের ইনস্টাগ্রামে লেখেন, “আমাদের পরিবার এক দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে।”
অভিযোগের গুরুত্ব ও এর প্রভাব নিয়ে ফুটবল অঙ্গনে প্রশ্ন উঠেছে—এত বড় একটি অভিযোগে তদন্ত কেন এত ধীরগতিতে? বিশেষজ্ঞরা বলছেন, খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের দিকটি বিবেচনায় না নিলে এমন পরিস্থিতি আরও অনেক প্রতিভাবান ফুটবলারের ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে।
এদিকে, লুকাস পাকেতা কতটা ফিট তা নিয়ে সংশয় থাকলেও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড আগামী রোববার ঘরের মাঠে প্রিমিয়ার লিগ ২০২৪-২৫ মৌসুমের শেষ ম্যাচে মুখোমুখি হবে নটিংহ্যাম ফরেস্টের।
তবে ম্যাচের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে—লুকাস পাকেতার ফুটবলে ফিরে আসার সম্ভাবনা, না কি নিষিদ্ধ হওয়ার দুঃস্বপ্ন বাস্তব হবে? তার ভাগ্য এখন নির্ভর করছে তদন্তের পরবর্তী সিদ্ধান্তের ওপর।
ভোরের আকাশ//হ.র