স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ০৫:৪৬ এএম
ব্রাজিল কোচ আনচেলত্তিকে এক বছরের দণ্ড
কর ফাঁকির মামলায় ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। পাশাপাশি তাকে প্রায় ৩ লাখ ৮৬ হাজার ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় সাড়ে আট কোটি টাকার বেশি জরিমানাও গুণতে হবে।
মামলার বিবরণীতে বলা হয়, আনচেলত্তি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে নিজের আয় থেকে প্রায় ১০ লাখ ইউরো কর ফাঁকি দেন।
তবে, এই দণ্ড কার্যকর হলেও তাকে জেলে যেতে হবে না। স্পেনের প্রচলিত আইনে এক বছরের কম সাজার ক্ষেত্রে এবং যদি ব্যক্তি আগে অপরাধ না করে থাকেন, তবে তা স্থগিত রাখা যায়।
আদালতে আনচেলত্তি দাবি করেন, ইচ্ছাকৃতভাবে তিনি প্রতারণা করেননি। বরং আর্থিক বিষয়গুলো তার আর্থিক পরামর্শকদের ওপর নির্ভর করে পরিচালিত হচ্ছিল। তিনি বলেন, রিয়াল মাদ্রিদে প্রথম মেয়াদে যে বেতন প্রস্তাব পেয়েছিলেন, তা 'নেট' হিসেবে বিবেচনা করেছিলেন এবং কর কাঠামো নিয়ে আলাদা করে চিন্তা করেননি।
এর আগে, আদালতে আনচেলত্তির আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালান। তবে প্রসিকিউশন তার জন্য প্রায় পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার দাবি জানায়।
বর্তমানে ৬৬ বছর বয়সী আনচেলত্তি ২০২1 সালের ডিসেম্বরে পুরোনো করের সব পাওনা পরিশোধ করে দেন। গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর তিনি ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান।
ভোরের আকাশ/হ.র