আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ১০:০৫ এএম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ‘আমেরিকা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তার এই দল গঠনের ঘোষণাকে ‘হাস্যকর’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় রবিবার ট্রাম্প নিউ জার্সির মোরিসটাউনে অবস্থিত গলফ ক্লাব থেকে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। খবর রয়টার্সের।
ট্রাম্প বলেন, তৃতীয় একটি রাজনৈতিক দল গঠনের চিন্তা হাস্যকর। রিপাবলিকান পার্টির সঙ্গে আমরা দারুণ সাফল্য পেয়েছি। ডেমোক্র্যাটরা পথ হারিয়েছে, কিন্তু আমেরিকার রাজনীতি সবসময়ই দুই-দলীয় ছিল। তৃতীয় দল কেবল বিভ্রান্তি বাড়ায়।
তিনি বলেন, আমার মনে হয়, এই দেশের কাঠামো দুই দলকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। তৃতীয় দল কখনোই কাজ করেনি। মাস্ক মজা করতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে এটা হাস্যকর।
এ বক্তব্য দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে আরো একটি মন্তব্য করেন। তিনি লেখেন, গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ক পুরোপুরি ‘নিয়ন্ত্রণহীন’ হয়ে পড়েছে—সে এখন একেবারে একটি রেল দুর্ঘটনার মতো।
উল্লেখ্য, মাস্ক শনিবার ঘোষণা দেন যে, তিনি ‘আমেরিকা পার্টি’ গঠন করছেন। তিনি দাবি করেন, ট্রাম্পের কর ছাড় এবং ব্যয়ের বিল দেশকে দেউলিয়া করে দেবে—এ কারণে তিনি নতুন রাজনৈতিক মঞ্চ গড়ছেন।
ভোরের আকাশ/আজাসা